জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের হাত ধরেই রোহিত শর্মারা (Rohit Sharma) তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়ছে (ICC World Test Championship 2023-2025)। উইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকায় প্রথম টেস্ট দাপটের সঙ্গে জিতেছে ভারত। তিন দিনের মধ্যে খেলা শেষ হয়ে গিয়েছে। ইনিংস ও ১৪১ রানে ক্রেগ ব্রেথওয়েটদের হারিয়ে ডব্লিউটিসি সাইকেলের শুভারম্ভ করল রোহিত অ্যান্ড কোং! ভারত অধিনায়কও পেয়েছেন রানের দেখা। ঝকঝকে সেঞ্চুরিও করেছেন 'হিটম্যান'। ১০৩ রান এসেছে তাঁর ব্যাট থেকে। বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল থেকে ত্রিনিদাদের কুইন'স পার্ক ওভালে শুরু সিরিজে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ঐতিহাসিক ১০০ তম টেস্ট।
আরও পড়ুন: Sunil Gavaskar: 'কোনও চুক্তিই করা হবে না, পারফরম্য়ান্স বুঝেই পয়সা!' শায়েস্তার দাওয়াই সানির
ত্রিনিদাদে নামার আগে রোহিত মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। তিনি বলছেন যে, দ্বিতীয় তথা শেষ টেস্টে কী বদল হতে চলেছে। রোহিত বলেন, 'পিচ এবং পরিবেশ দেখে আমাদের পরিষ্কার ধারণা হয়েছিল যে, ডমিনিকায় কীরকম দল হবে। কিন্তু এখানে আমাদের সেই স্বচ্ছতা নেই যে কী হতে চলেছে। শুনছি নাকি বৃষ্টি হতে পারে! তবে মনে হয় না বিরাট কোনও বদল ঘটবে। তবে যেরকম পরিবেশ থাকবে, তার উপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নেব।' যদি বৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে ভারতের কাছে কিন্তু তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটলেকে খেলানোর সুযোগ রয়েছে। পাশাপাশি মেঘলা আবহাওয়ায় দারুণ কার্যকরী হতে পারে মুকেশ কুমারের সুইং। দলে বদলের প্রসঙ্গে অধিনায়কের সংযোজন, 'দেখুন বদল ঘটবেই, আজ নয় তো কাল হবেই। কিন্তু আমি খুশি যে, আমাদের যে ছেলেরা উঠে আসছে, তারা ভালো খেলছে। আমাদের ভূমিকা এক্ষেত্রে গুরুত্বরপূর্ণ। তাদের পরিষ্কার ভাবে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। এরপর বাকিটা তাদের উপর, ওরা কীভাবে প্রস্তুতি নেবে এবং দলের জন্য পারফর্ম করবে। আমরা নিশ্চিত ভাবে তাদের উপর বিশ্বাস করি। তারা ভারতীয় ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যাবে।' শততম টেস্ট নিয়েও আবেগি রোহিত। তাঁর বক্তব্য, 'সত্যি বলতে দুই দেশের ১০০ তম টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়া বিরাট সম্মানের। এটা রোজ রোজ হয় না। এই দুই দলের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। প্রচুর ভালো ক্রিকেট খেলা হয়েছে। এই টেস্টেও কোনও বদল ঘটবে না তার। আমি নিশ্চিত উইন্ডিজ বাউন্স ব্যাক করবে। দুই দলের জন্যই রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে।' এখন দেখার ভারত ২-০ হোয়াইটওয়াশ করতে পারে কিনা!
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেই তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ শুরু দুই দেশের মধ্যে। প্রথম ম্যাচ ২৭ জুলাই, বার্বাডোজের কেনসিংটন ওভালে। দ্বিতীয় ওয়ানডে ২৯ জুলাই, এই কেনসিংটন ওভালেই। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ ১ অগাস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দু'দিনের মধ্যে শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। যে ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ ওয়ানডে ম্যাচ খেলবে, সেই স্টেডিয়ামেই শুভারম্ভ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের। ৩ আগস্ট প্রথম কুড়ি ওভারের যুদ্ধ। ৬ আগস্ট দ্বিতীয় টি-২০ ম্যাচ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। তৃতীয় টি-২০ ৮ আগস্ট এই মাঠেই। চতুর্থ (১২ আগস্ট) ও পঞ্চম টি-২০ ম্যাচ (১৩ আগস্ট) দু'টি হবে মার্কিন মুলুকে। ফ্লোরিডার লডারহিলে অবস্থিত সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে।
আরও পড়ুন: Team India: দুয়ারে মহাসংগ্রাম, আগরকর যাচ্ছেন দ্বীপপুঞ্জের দেশে, রাহুলদের সঙ্গে জরুরি বৈঠক!