ব্যুরো: ভারতে পা রাখলেন ব্রাজিলের একসময়ের তারকা ফুটবলার রোনাল্ডিনহো। ফুটসল লিগে অংশ নিতে বৃহস্পতিবার সকালে চেন্নাইতে পৌছলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।
বিমানবন্দর থেকে রোনাল্ডিনহো বেড়িয়ে আসতেই তার ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এরপর রোলস রয়েসে করে হোটেলে চলে যান রোনাল্ডিনহো। ফুটসল লিগে গোয়া দলের মার্কি ফুটবলার এই ব্রাজিলিয়ান। রোনাল্ডিনহোর পাশাপাশি চেন্নাইতে পা রাখেন রায়ান গিগসস, পল স্কোলস ও হার্নান ক্রেসপো।