নিজস্ব প্রতিবেদন: আজ সাতচল্লিশ বছরে পা দিলেন ক্রিকেট বিশ্বের আইকন সচিন তেন্ডুলকর। করোনাতে আক্রান্ত গোটা বিশ্ব। ভারাক্রান্ত সচিন এবার তাঁর জন্মদিন পালন করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বন্যায় ভাসছেন সাতচল্লিশের সচিন।
As the Master Blaster @sachin_rt turns 47, we relive one of his glorious knocks against England in 2008.
— BCCI (@BCCI) April 23, 2020
He dedicated this ton - 41st in Test cricket, to the victims of 26/11 Mumbai terror attack.
Here's wishing the legend a very happy birthday #HappyBirthdaySachin pic.twitter.com/dgBdlbCtU7
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল টুইটারে সচিনের ইনিংস দিয়েই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। সেখানে লেখা হয়েছে, আজ মাস্টার ব্লাস্টার ৪৭-এ পা দিলেন। ২০০৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে করা তাঁর সেই সেঞ্চুরি অন্যতম সেরা ইনিংস। কেরিয়ারের ৪১ তম টেস্ট সেঞ্চুরি সেই দিন সচিন ২৬/১১ মুম্বই সন্ত্রাসবাদী হামলায় নিহতদের উত্সর্গ করেছিলেন। সেই কথা স্মরণ করিয়ে বিসিসিআই সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
Happy birthday to Sachin Tendulkar, the most prolific batsman of all time!
— ICC (@ICC) April 24, 2020
To celebrate, we will give you the opportunity to vote for his top ODI innings in a bracket challenge!
Stay tuned to join the celebrations pic.twitter.com/3orof9LAvs
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-ও টুইটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানকে তাঁর ৪৭ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
আরও পড়ুন - টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশার বাণী শোনালো ICC