Home> খেলা
Advertisement

সচিন, দ্রাবিড় আপত্তি না করলে লর্ডসে সৌরভের সঙ্গে খালি গায়ে দেখা যেত গোটা দলকে, জানালেন রাজীব শুক্লা

ফের বিতর্কে লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির জামা খুলে ওড়ানোর ছবি। সৌরভের পাশে নাকি খালি গায়ে দেখা যেতে পারত গোটা ভারতীয় দলকেই। হয়নি সচিন,রাহুলের আপত্তিতে। এখবর ফাঁস করেছেন ততকালীন ভারতীয় দল ম্যানেজার রাজীব শুক্লা।

সচিন, দ্রাবিড় আপত্তি না করলে লর্ডসে সৌরভের সঙ্গে খালি গায়ে দেখা যেত গোটা দলকে, জানালেন রাজীব শুক্লা

ওয়েব ডেস্ক: ফের বিতর্কে লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির জামা খুলে ওড়ানোর ছবি। সৌরভের পাশে নাকি খালি গায়ে দেখা যেতে পারত গোটা ভারতীয় দলকেই। হয়নি সচিন,রাহুলের আপত্তিতে। এখবর ফাঁস করেছেন ততকালীন ভারতীয় দল ম্যানেজার রাজীব শুক্লা।

ন্যাটওয়েস্ট ট্রফিতে চ্যাম্পিয়ন হওযার পর লর্ডসের ব্যালকনিতে জামা খুলে উড়াচ্ছেন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তেরো বছর আগেকার সেই ছবি ভারতীয় ক্রিকেটে স্মরণীয় হয়ে আছে। তবে শুধু নিজে নন,সৌরভ নাকি চেয়েছিলেন তাঁর সঙ্গে গোটা দলই জামা খুলে জয় সেলিব্রেট করুক। যদিও অধিনায়ক সৌরভের সেই নির্দেশ মানতে রাজি হননি সচিন,দ্রাবিড়ের মত অন্য সিনিয়র-রা। তাদের আপত্তিতেই নাকি সৌরভ ছাড়া আর কেউ জামা খোলেননি । সোমবার ততকালীন ভারতীয় দলের ম্যানেজার রাজীব শুক্লা এই খবর প্রকাশ্যে আনার পর হইচই পড়ে গেছে ক্রিকেট মহলে। সৌরভ নিজে অবশ্য বিতর্কের মধ্যে ঢুকতে চাননি।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জামা খুলে উড়িয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার অ্যান্ড্রু  ফ্লিনটফ। লর্ডসে জিতে জামা খুলে উড়িয়ে তারই জবাব দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি।

Read More