Home> খেলা
Advertisement

দীর্ঘ সময়ের জন্য কোর্টের বাইরে চলে গেলেন সাইনা নেওয়াল!

দেশ জুড়ে যখন পিভি সিন্ধুর অলিম্পিকে রুপো জেতা নিয়ে উচ্ছ্বাস ও অনন্দ ঠিক তখনই দীর্ঘ সময়ের জন্য কোর্টের বাইরে চলে গেলেন সাইনা নেওয়াল। হাঁটুর অস্ত্রপচার হওয়ায় অন্তত চার মাস কোর্টের বাইরে থাকতে হতে পারে ভারতের এই শাটলারকে। শনিবার সকালেই মুম্বইয়ের হাসপাতালে সাইনার হাঁটুর অস্ত্রপচার হয়। চিকিতসকরা জানিয়েছেন সাইনাকে তিন থেকে চার মাস বিশ্রামে থাকতে হবে।

দীর্ঘ সময়ের জন্য কোর্টের বাইরে চলে গেলেন সাইনা নেওয়াল!

ওয়েব ডেস্ক: দেশ জুড়ে যখন পিভি সিন্ধুর অলিম্পিকে রুপো জেতা নিয়ে উচ্ছ্বাস ও অনন্দ ঠিক তখনই দীর্ঘ সময়ের জন্য কোর্টের বাইরে চলে গেলেন সাইনা নেওয়াল। হাঁটুর অস্ত্রপচার হওয়ায় অন্তত চার মাস কোর্টের বাইরে থাকতে হতে পারে ভারতের এই শাটলারকে। শনিবার সকালেই মুম্বইয়ের হাসপাতালে সাইনার হাঁটুর অস্ত্রপচার হয়। চিকিতসকরা জানিয়েছেন সাইনাকে তিন থেকে চার মাস বিশ্রামে থাকতে হবে।

আরও পড়ুন ভারত ব্যাডমিন্টনে সিন্ধুর হাত ধরে পদক পাচ্ছে 'সক্রেটিস'-এর জন্য!

রিও অলিম্পিকের দ্বিতীয় ম্যাচেই অপ্রত্যাশিতভাবে হেরে ছিটকে যান সাইনা। এরপরই জানা যায় সাইনার হাঁটুতে চোট রয়েছে। দেশেই ফিরেই তাই অস্ত্রপচার করার সিদ্ধান্ত নিলেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী শাটলার।

আরও পড়ুন  দেশের সবথেকে কম বয়সী প্রধানমন্ত্রীর আজ জন্মদিন, জানুন পাঁচটি তথ্য

 

Read More