ওয়েব ডেস্ক: প্রেমিক কুস্তিগীর সত্যব্রত কাদিয়ানের সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন হল রিও অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিকের। ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে সাক্ষী-সত্যব্রতর আঙটি বদল হল ।
২৪ বছরের সাক্ষী তাঁর ব্যক্তিগত এই সম্পর্কের কথা মিডিয়ায় আগেই জানিয়েছিলেন।
সাক্ষীর থেকে বয়সে ২ বছরের ছোট সত্যব্রত কাদিয়ান। গ্লাসগো কমনওয়েলথে রুপোজয়ী। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী। রোহতকে সত্যব্রতর বাবা সত্যয়নের একটি কুস্তি আখড়াও রয়েছে। সেই সত্যব্রতের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসবেন সাক্ষী। রিও অলিম্পিকে সাক্ষী রওনা দেওয়ার আগেই তাঁদের দুজনের বিয়ের পাকা কথা হয়ে যায় বলে জানিয়েছেন অলিম্পিয়ান কুস্তিগীরের ভাই।
পড়ুন-খেলার আরও খবর