ওয়েব ডেস্ক: তিনি যবে থেকে রিও অলিম্পিকের ব্র্যান্ড অ্যম্বাসাডর নির্বাচিত হয়েছেন, তবে থেকেই শুরু হয়েছে বিতর্ক। সবাই প্রশ্ন তুলেছেন, কেন এমন? আরও গোল বেঁধেছে, তিনি দীপা কর্মকারকে না চেনায়! সেই বিতর্ক থেকে বেরোনোর চেষ্টাই বোধহয় করলেন সলমন খান। রিও অলিম্পিক ২০১৬ গুডউইল অ্যাম্বাসাডর সলমন খান এবার দাঁড়ালেন খেলোয়াড়দের পাশে।
আরও পড়ুন পরকীয়া আর দেশাত্মবোধ এই দুটো সাবজেক্ট মেশালেই হিট সিনেমা, এটাই কি নতুন বলিউড ট্রেন্ড?
দীপা কর্মকার,সাক্ষী মালিক,সানিয়া মির্জা থেকে শুরু করে পিভি সিন্ধুর কৃতিত্বের পর সব ভারতীয়র মতো গর্বিত সলমনও। তাই ঘোষণা করেছেন অলিম্পিকে অংশগ্রহনকারী প্রত্যেক ভারতীয়কে এক লক্ষ টাকা পুরস্কার হিসাবে হাতে তুলে দেবেন সলমন। ভারতের হয়ে এইরকম এক প্রেস্টিজিয়াস প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার জন্য।
আরও পড়ুন দেশের সবথেকে কম বয়সী প্রধানমন্ত্রীর আজ জন্মদিন, জানুন পাঁচটি তথ্য