জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। এখন যাঁর আর বিন্দুমাত্র ভূমিকার কোনও প্রয়োজন নেই। হতে পারে তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্য়া। তবে নিজের গুণেই সারা আজ অনন্যা। সারা মূলত তিনটি কাজেই নিজেকে ব্যস্ত রাখেন। এক) পড়াশোনা, দুই) মডেলিং ও তিন) ট্র্যাভেলিং। সারা সুযোগ পেলেই দেশ-বিদেশে ঘুরে বেড়ান। এই মুহূর্তে সারা রয়েছেন কেনিয়ায়। একাধিক ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ৩.৮ মিলিয়ন ফ্যান ফলোয়ার্স আছে সারার। সাদা-কালো ফ্লোরাল ড্রেসে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। একথা আজ নতুন নয় যে, সারার সঙ্গে বিগত কয়েক বছর ধরেই, ভারতীয় দলের তারকা ওপেনার শুভমন গিলের (Shubman Gill) সম্পর্ক নিয়ে একাধিক গল্প বাজারে ঘুরছে।
আরও পড়ুন: Premier League Fixtures 2023-24: অগস্টে শুরু লিগ যুদ্ধ, ঘোষিত সূচি, এবার নতুন বলে 'কমলা বিপ্লব'
এমনকী শুভমনের সঙ্গে অভিনেত্রী সারা আলি খানের (Sara Ali Khan) সম্পর্ক নিয়েও বিস্তর গসিপ হয়েছে। আর এসবের মাঝেই গল্পে নতুন ট্যুইস্ট চলে এল। ভারতীয় দলে শুভমনের বেস্ট ফ্রেন্ড ঈশান কিশান (Ishan Kishan)। ঈশানের সঙ্গেই সবসময় সময় কাটান শুভমন। তাঁদের খুনসুটি বা প্র্যাংক ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়। এবার ঈশান লাইক করলেন সচিনকন্যার ছবিতে। যা নিয়ে শুরু হয়ে গেল বিস্তর আলোচনা। মাত্র ২৫ বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় আগুনে পারফরম্যান্স সারার। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের স্নাতককে ইনস্টাগ্রাম মাতিয়ে রাখেনমা। আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড সেল্ফ-প্রোটেইট-এর সঙ্গেই সারার বিজ্ঞাপনের দুনিয়ায় পথচলা শুরু। এই ব্র্যান্ডের পোশাক ভারতে এক্সক্লুসিভলি পাওয়া যায় ই-কমার্স প্ল্যাটফর্ম আজিও লাক্সে। নিজেকে ফিট রাখতে নিয়মিত ওয়ার্কআউট করেন সারা। তাঁর জিমস্যুটে ছবিও ভাইরাল হয়েছিল। সারা খবরের শিরোনামে থাকেন কখনও দারুণ ফটোশুট করে তো কখনও ঘুরতে গিয়ে রঙিন দিনযাপনের ছবি দিয়ে।