জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy And Chirag Shetty) ইতিহাস লিখলেন। ভারতের প্রথম ব্য়াডমিন্টন জুটি হিসেবে পাচ্ছেন মেজর ধ্য়ান চাঁদ খেল রত্ন পুরস্কার (Major Dhyan Chand Khel Ratna Award)। বুধবার কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্য়াণ মন্ত্রক জানিয়ে দিল। দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান উঠছে সাত্ত্বিকসাইরাজ-চিরাগের হাতে। বিসিসিআই (BCCI), কেন্দ্রকে বিশেষ অনুরোধ করেছিল দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়াসম্মানের জন্য় যেন মহম্মদ শামিকেই (Md Shami) ভাবা হয়। জাতীয় দলের তারকা পেসারই পাচ্ছেন অর্জুন। তাঁর সঙ্গে পাবেন আরও ২৫ ক্রীড়াবিদ। ২০২৪ সালের ৯ জানুয়ারি জাতীয় ক্রীড়াসম্মান প্রদান করা হবে।
আরও পড়ুন: IPL Auction 2024: ধোনির ধাক্কায় ছিটকে পড়েছিলেন, সেই সাতক্ষীরার 'ফিজ' এখন চেন্নাইয়ের!
সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি বেঁধে এশিয়ান গেমস, এশিয়ান চ্য়াম্পিয়নশিপ, সুইস ওপেন, ইন্দোনেশিয়া ওপেন ও কোরিয়া ওপেন জিতেছেন। চিনা মাস্টার্সে হয়েছেন রানার্স। দেখতে গেলে চলতি বছর স্বপ্নের মতো কেটেছে দেশের তারকা জুটির। বিশ্ব ক্রমতালিকায় প্রথম ভারতীয় হিসেবে একেও এসেছেন তাঁরা। ব্য়াডমিন্টনে অসাধারণ অবদানের জন্য় এবার খেল রত্নে ভূষিত হচ্ছেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। এবার আসা যাক শামির কথায়।
চলতি বছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপে বারবার শিরোনামে উঠে এসেছেন শামি। প্রথম চার ম্যাচ তাঁকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। কিন্তু ৭ ম্যাচে তিনি একাই ২৪ উইকেট তুলে নেন আগুনে পারফরম্যান্সে। হয়েছেন বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারিও। শামি মারাত্মক লাইন-লেন্থ-সুইং বিপক্ষের কাছে ছিল ত্রাসের বিজ্ঞাপন। শামিকেই সম্মান জানাচ্ছে কেন্দ্র।
এবার কেন্দ্রের মনোনীত ১২ সদস্য়ের কমিটি এবার বেছে নেবে খেল রত্ন ও অর্জুন প্রাপককে। কমিটির মাথায় রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএম খালউইলকর। রয়েছেন হাফ ডজন প্রাক্তন অ্যাথলিট- হকি খেলোয়াড় ধনরাজ পিল্লাই, প্যাডলার কমলেশ মেহতা, বক্সার অখিল কুমার, মহিল শ্যুটার ও বর্তমান জাতীয় কোচ শুমা শিরুর, ক্রিকেটার অঞ্জুম চোপড়া, ব্য়াডমিন্টন খেলোয়াড় তৃপ্তি মুরগুন্ডে, ভারোত্তলক ফরমান পাশা।
মেজার ধ্যান চাঁদ খেল রত্ন পাচ্ছেন:
১) সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি- (ব্য়াডমিন্টন)
২) চিরাগ শেট্টি- (ব্য়াডমিন্টন)
অর্জুন পাচ্ছেন যে ২৬ জন:
১) ওজস প্রবীণ দেওতালে - তীরন্দাজ
২) অদিতি গোপীচাঁদ স্বামী - তীরন্দাজ
৩) শ্রীশঙ্কর এম - অ্যাথলেটিক্স
৪) পারুল চৌধুরী - অ্যাথলেটিক্স
৫) মোহাম্মদ হুসামুদ্দিন - বক্সিং
৬) আর বৈশালী - দাবা
৭) মহম্মদ শামি - ক্রিকেট
৮) আনুশ আগরওয়ালা - ইকুয়েস্ট্রিয়ান
৯) দিব্যকৃতি সিং - ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ
১০) দীক্ষা ডাগর - গলফ
১১) কৃষান বাহাদুর পাঠক - হকি
১২) পুখরম্বম সুশীলা চানু - হকি
১৩) পবন কুমার - কাবাডি
১৪) ঋতু নেগি - কাবাডি
১৫) নাসরিন- খো-খো
১৬) পিঙ্কি - লন বোলস
১৭) ঐশ্বরী প্রতাপ সিং তোমর - শুটিং
১৮) এষা সিং - শুটিং
১৯) হরিন্দর পাল সিং সান্ধু - স্কোয়াশ
২০) আয়হিকা মুখোপাধ্য়ায় - টেবিল টেনিস
২১) সুনীল কুমার - কুস্তি
২২) অন্তিম - কুস্তি
২৩) নাওরেম রোশিবিনা দেবী - উশু
২৪) শীতল দেবী - প্যারা তীরন্দাজি
২৫) ইলুরি অজয় কুমার রেড্ডি - দৃষ্টিহীন ক্রিকেট
২৬) প্রাচী যাদব - প্যারা ক্যানোয়িং
দ্রোণাচার্য পুরস্কার ২০২৩ (রেগুলার ক্য়াটেগরি):
১) ললিত কুমার (কুস্তি)
২) আরবি রমেশ (কুস্তি)
৩) মহাবীর প্রসাদ সাইনি (প্য়ারা অ্যাথলেটিক্স)
৪) শিবেন্দ্র সিং (হকি)
৫) গণেশ প্রভাকর দেবরুখর (মাল্লাখাম্ব)
দ্রোণাচার্য পুরস্কার ২০২৩ (জীবনকৃতী ক্য়াটেগরি):
১) জসকিরত সিং গ্রেওয়াল (গলফ)
২) ভাস্করন ই (কাবাডি)
৩) জয়ন্ত কুমার পুশিলাল (টেবল টেনিস)
জীবনকৃতী ধ্যান চাঁদ পাচ্ছেন:
১) মঞ্জুষা কানওয়ার (ব্যাডমিন্টন)
২) বিনীত কুমার শর্মা (হকি)
৩) কবিতা সেলভারাজ (কাবাডি)
আরও পড়ুন: Aamer Jamal: শুনেছেন শুধু না আর না, অভাবের তাড়নায় চালিয়েছেন ট্যাক্সি, আজ পাক ক্রিকেটার!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)