Home> খেলা
Advertisement

SAvsIND: মা Anushka-র কোলে একরত্তি Vamika, Virat Kohli-র অর্ধ শতরান হতেই ছবি ভাইরাল

তারকা দম্পতির ইচ্ছাতেই ভামিকার ছবি ভাইরাল!

SAvsIND: মা Anushka-র কোলে একরত্তি Vamika, Virat Kohli-র অর্ধ শতরান হতেই ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে প্রথমবার কোলের মেয়ে ভামিকার ছবি দেখেছিল গোটা দুনিয়া। সেই বার বিরাট কোহলি শত অনুরোধ করার পরেও, তাঁর কন্যার ছবি ভাইরাল হয়ে যায়। শেষ পর্যন্ত এই ছবি সোশ্যাল মিডিয়া থেকে উড়িয়েও দেওয়া হয়েছিল। তবে এ বার আর এক বছরে পা দেওয়া ভামিকার ছবি ভাইরাল হতে কেউ রুখতে পারল না। কারণ তৃতীয় একদিনের ম্যাচে কোহলি অর্ধ শতরান পূর্ণ করার পরেই ক্যামেরা তাঁর একরত্তি মেয়ের দিকে তাক করল।

ফলে ফের একবার প্রকাশ্যে দেখা গেল কোহলির মেয়েকে। কেপটাউনে প্রোটিয়াসদের বিরুদ্ধে অর্ধ শতরান পূরণ করার পরেই কোলের মেয়েকে দেখা যায়। কর্পোরেট বক্সে তখন স্ত্রী অনুষ্কা শর্মার কোলে ছিল মেয়েটি। কোহলিও তাঁর মেয়েকে দেখে ব্যাট দেখিয়ে ইশারা করতে থাকেন। কোলে বাচ্চাকে খেলানোর মতো ব্যাট নিয়ে ইশারা করছিলেন তিনি। 

ভারতের ইনিংসের ২৫তম ওভারের পঞ্চম বলে অ্যান্ডিল ফেলুকায়োকে ড্রাইভ করে ৬৩ বলে নিজের অর্ধ শতরান পূরণ করেন কোহলি। এর পরেই কর্পোরেট বক্সের দিকে তাকিয়ে ব্যাট তুলে কিছু একটা ইশারা করতে থাকেন কোহলি। ক্যামেরা তখন ধরে অনুষ্কার দিকে তাক করে। তখনই কোলের মেয়ে ভামিকার ছবি সবার ফুটে ওঠে। মেয়েকে গালে চুমু খেয়ে কোহলির দিকে আঙুল দেখিয়ে অনুষ্কা বলতে থাকেন, “দেখো পাপা, পাপা।“

আরও পড়ুন: ViratvsBCCI: Kohli বিতর্কে ফের আগুনে ঘি ঢাললেন প্রাক্তন কোচ Ravi Shastri

আরও পড়ুন: SAvsIND: ব্রাত্য Ruturaj Gaikwad! KL Rahul-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা

এর আগে এত স্পষ্ট ভাবে ভামিকাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে কিছু সংবাদমাধ্যম অনুষ্কার কোলে থাকা ভামিকার ছবি তোলার চেষ্টা করেছিল। তবে সেই যাত্রায় কোহলি ও অনুষ্কা দু’জনেই সোশ্যাল মিডিয়াতে বিবৃতি জারি করে মেয়ের ছবি প্রকাশ্যে না আনতে অনুরোধ করেছিলেন। যদিও এ বার কোহলি ও অনুষ্কার কান্ডকারখানা দেখে মনে হচ্ছে এমন একটা মুহূর্তের অপেক্ষায় দুই সেলিব্রেটিই ছিলেন। যেন এমনই একটা মঞ্চ খুঁজছিলেন এই তারকা দম্পতি।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

Read More