Home> খেলা
Advertisement

আজ বিসিসিআইয়ের মাথায় প্রশাসক বসাতে পারে সুপ্রিম কোর্ট

আজ বিসিসিআইয়ের মাথায় প্রশাসক বসাতে পারে সুপ্রিম কোর্ট। প্রশাসকদের মধ্যে একজন হতে পারেন প্রাক্তন কোনও বিচারপতি। শুক্রবার ঘোষণা করা হতে পারে বিসিসিআই-এর প্রশাসকদের নাম। বৃহস্পতিবার এই প্রশাসকদের নাম ঘোষণা করার কথা ছিল সুপ্রিম কোর্টের। কিন্তু লোধা-বিসিসিআই মামলার অন্যতম পিটিশনার আদিত্য বর্মা জানিয়েছেন সুপ্রিম কোর্টের মামলার তালিকায় এই রায় দেওয়ার কথা বিশে জানুয়ারি।

 আজ বিসিসিআইয়ের মাথায় প্রশাসক বসাতে পারে সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: আজ বিসিসিআইয়ের মাথায় প্রশাসক বসাতে পারে সুপ্রিম কোর্ট। প্রশাসকদের মধ্যে একজন হতে পারেন প্রাক্তন কোনও বিচারপতি। শুক্রবার ঘোষণা করা হতে পারে বিসিসিআই-এর প্রশাসকদের নাম। বৃহস্পতিবার এই প্রশাসকদের নাম ঘোষণা করার কথা ছিল সুপ্রিম কোর্টের। কিন্তু লোধা-বিসিসিআই মামলার অন্যতম পিটিশনার আদিত্য বর্মা জানিয়েছেন সুপ্রিম কোর্টের মামলার তালিকায় এই রায় দেওয়ার কথা বিশে জানুয়ারি।

আরও পড়ুন ডেনে ভারত-ইংল্যান্ড একদিনের ম্যাচের প্রধান আকর্ষণ ধোনির সংবর্ধনা

আদিত্য বর্মা জানিয়েছেন প্রশাসক হিসেবে বেশ কয়েকজনের নাম তিনিও প্রস্তাব করবেন। তবে সুপ্রিম কোর্ট সূত্রে খবর প্রশাসক হিসেবে দেখা যেতে পারে প্রাক্তন কোনও বিচারপতিকে। সঙ্গে থাকবেন ক্যাগের একজন প্রতিনিধি ও একজন প্রাক্তন ক্রিকেটার।

আরও পড়ুন  সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিএবির কিছু অংশের মধ্যে ক্ষোভ রয়েছে

Read More