নিজস্ব প্রতিবেদন: ফ্রান্স ওপেনে নাটকীয় মোড়! চতুর্থ রাউন্ডে না খেলেই ফ্রেঞ্চ ওপেন খেতাব জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেলেন মাশা। ওয়াকওভার পাওয়ার কারণ, চিরপ্রতিদন্দ্বী টেনিস তারকা মারিয়া শারাপোভার বিরুদ্ধে কোর্টে নামার ঠিক এক মিনিট আগে প্রতিযাগিতা থেকেই নিজের নাম তুলে নিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।
আরও পড়ুন- পাক ম্যাচে বাটলারে ব্যাটে লেখা ‘F**k it’!
কেন ফ্রেঞ্চ ওপেন ২০১৮ থেকে নাম প্রত্যাহার করলেন এবছরের শ্রেষ্ঠ বাছাই?
সেরেনা জানিয়েছেন, হাতে চোট। ঠিক করে সার্ভও করতে পারছেন না। সে কারণেই ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন- ভারতীয় সময়ে রাশিয়া বিশ্বকাপের সূচি
টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত খবর অনুযায়ী, ফ্রেঞ্চ ওপেন থেকে সরে এলেও এখনই মার্কিন মুলুকে ফিরছেন না তিনি। জানা যাচ্ছে, হাতের চোট সারাতে প্যারিসেই চিকিত্সা করানোর কথা ভাবছেন সেরেনা উইলিয়ামস।
Serena Williams announces her withdrawal from #RG18 due to a right pectoral injury.
— Roland-Garros (@rolandgarros) June 4, 2018
Wishing the three-time champion a speedy recovery. pic.twitter.com/bo3e1jkgcv