Home> খেলা
Advertisement

জানেন, ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে সমর্থকদের জন্য কী চমক রেখেছিল রিয়াল?

জানেন, ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে সমর্থকদের জন্য কী চমক রেখেছিল রিয়াল?

ওয়েব ডেস্ক: রবিবার বার্নাবিউতে এবারের লা লিগায় রিয়ালের প্রথম হোম ম্যাচ ছিল। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে সমর্থকদের জন্য চমক রেখেছিল রিয়াল কতৃপক্ষ। ম্যাচ শুরুর আগে লা লিগা ট্রফি নিয়ে হাজির হন সার্গিও র‍্যামোস আর মার্সেলো। বার্সেলোনাকে টেক্কা দিয়ে গত মরসুমে লা লিগা জিতেছিলেন রোনাল্ডোরা। লা লিগা জেতার আটানব্বই দিন পর সেই লা লিগা ট্রফি প্রকাশ্যে আনলেন র‍্যামোস-রা।

আরও পড়ুন ভারতীয় মহিলা-এ দলের বিদেশ সফর চালু করতে চলেছে বিসিসিআই

মার্সেলো,র‍্যামোসদের সঙ্গে ট্রফি প‍্যারেডে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লা লিগা ট্রফি,কোপা দেল রে আর এই মরসুমে জেতা সুপার কাপ নিয়ে ছবি তোলেন রিয়াল ফুটবলার-রা। গ্যালারি জুড়ে তখন রিয়াল সমর্থকদের উদ্দাম নাচ আর চ্যাম্পিয়ন স্লোগান। ম্যাচ শুরুর আগের এই ফিল গুড পরিবেশ অবশ্য শেষপর্যন্ত স্থায়ী হয়নি। কেননা ভ্যালেন্সিয়ার কাছে পয়েন্ট নষ্ট করতে হয়েছে রিয়ালকে।

আরও পড়ুন  লা লিগার দ্বিতীয় ম্যাচেই আটকে গেল রিয়াল মাদ্রিদ

Read More