Home> খেলা
Advertisement

Shakib al Hasan: একাধিক সমস্যা কাটিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলবেন টাইগার্সদের তারকা অলরাউন্ডার

গত বছর ৪ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে মিরপুরে শেষ টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান।  

Shakib al Hasan: একাধিক সমস্যা কাটিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলবেন টাইগার্সদের তারকা অলরাউন্ডার

নিজস্ব প্রতিবেদন: একাধিক সমস্যা কাটিয়ে ফের একবার লাল বলের ক্রিকেটে নামতে চলেছেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। ঘরের মাঠে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে মোমিনুল হকের (Mominul Haque) বাংলাদেশ। ১৬ জনের দলে জায়গা করে নিলেন টাইগার্সদের সর্বকালের সেরা অলরাউন্ডার। তবে চোট থাকার জন্য দলে জায়গা পাননি তাসকিন আহমেদ (Taskin Ahamed)। 

আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জাহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ মে থেকে মিরপুরে আয়োজিত দ্বিতীয় টেস্ট। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে একাধিক ব্যক্তিগত কারণে প্রোটিয়াসদের বিরুদ্ধে দুটি টেস্ট খেলেননি সাকিব। এ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি টেস্ট খেলতে নামবেন। গত বছর ৪ ডিসেম্বর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে মিরপুরে শেষ টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

একনজরে বাংলাদেশ দল : 

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেট কিপার), সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রেজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)। 

আরও পড়ুন: Sachin Tendulkar at 49: শুভ জন্মদিন বন্ধু, 'মাস্টার'কে মহারাজকীয় শুভেচ্ছা জানালেন ওপেনিং পার্টনার Sourav Ganguly

আরও পড়ুন: Sachin Tendulkar at 49: বাবাকে আবেগে ভরা জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানালেন Arjun Tendulkar, ভিডিও ভাইরাল

 

Read More