Home> খেলা
Advertisement

Shane Warne Passes Away: প্রাক্তন প্রেমিক ওয়ার্নির প্রয়াণে শোকাহত Elizabeth Hurley

বেঁচে থাকুক ভালবাসা। সেই প্রমাণ দিলেন ওয়ার্নির প্রাক্তন প্রেমিকা এলিজাবেথ।   

Shane Warne Passes Away: প্রাক্তন প্রেমিক ওয়ার্নির প্রয়াণে শোকাহত Elizabeth Hurley

নিজস্ব প্রতিবেদন: স্ত্রী সিমোন কালাহানের সঙ্গে বিচ্ছেদের পর হলিউডের নায়িকা এলিজাবেথ হার্লের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন শেন ওয়ার্ন। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত তাঁদের মাখোমাখো সম্পর্ক অটুট ছিল। তবে বনিবনা না হওয়ার জন্য শেষ পর্যন্ত দুজন দুই পথ বেছে নেন। কিন্তু তাই বলে তো ভালবাসা ও আবেগ মরে যায় না! সেটাই এ বার ফুটে উঠল এলিজাবেথের বার্তায়। প্রিয় ওয়ার্নি ঘুমের দেশে চলে যাওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়লেন এই নায়িকা। নিজের আবেগ তুলে ধরলেন ইনস্টাগ্রাম পোস্টে। সেখানে তুলে ধরেছেন দুজনের সুখের দিনের রঙিন ছবি। 
 
ইনস্টাগ্রামে এলিজাবেথ লিখেছেন, 'আমার মনে হচ্ছে সূর্য চির দিনের জন্য মেঘের আড়ালে চলে গেল। শান্তিতে থাকো আমার সিংহহৃদয় ভালবাসা।' দু’জনের অন্তরঙ্গ মুহূর্তের দুটি ছবিও পোস্ট করেছেন এই নায়িকা। প্রাক্তন প্রেমিককে তাঁর এই শ্রদ্ধার্ঘ্য মন কেড়েছে অস্ট্রেলীয়দের। সহমর্মিতা প্রকাশ করেছেন দুই তারকার ভক্তরাও।

 

প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এলেও দুজনের মধ্যে ছিল বন্ধত্ব। এমনকি বেঁচে ছিল একটুকরো প্রেম। বছর তিনেক আগেও ওয়ার্ন বলেছিলেন, "আমাদের সম্পর্ক শেষ হয়ে যাওয়ায় আমি ব্যথিত। এখনও ওর প্রতি আমার টান রয়েছে যথেষ্ট। আর ও মানুষ হিসেবে অসাধারণ।" ওয়ার্নের প্রতি তাঁরও যে টান ছিল তা অস্বীকার করেননি হার্লে। ওয়ার্নের মৃত্যুতে শোকাহত অভিনেত্রী আবেগঘন একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। 

এক সময় ওয়ার্ন তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করেন। দু’জনে বিয়ের পরিকল্পনাও করেছিলেন। হয়েছিল বাগদান অনুষ্ঠানও। যদিও তাঁদের সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি। 

তবে প্রেম যে অটুট ছিল, সেই প্রমাণ দিলেন ওয়ার্নির প্রাক্তন প্রেমিকা এলিজাবেথ। 

আরও পড়ুন: Shane Warne Passes Away: চোখের জলে প্রিয় ওয়ার্নিকে স্মরণ করলেন 'পান্টার' Ricky Ponting

আরও পড়ুন: Shane Warne Passes Away: কীভাবে প্রয়াত হয়েছিলেন ওয়ার্নি? ময়নাতদন্তের পর জানিয়ে দিল থাইল্যান্ড পুলিস

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

Read More