Home> খেলা
Advertisement

ওয়ার্ন বানালেন দুটো সেরা একাদশ! একটা নয়ের দশকের, একটা আজকের

আজ সকালেই একটি বিশেষ অনুষ্ঠানে ৯-এর দশকের এবং এখনকার দিনের দুটো আলাদা আলাদা একাদশ তৈরি করতে বলা হয় প্রাক্তন অজি স্পিনার শেন ওয়ার্নকে। তিনি করে দেন দুটোই। রাখেন দ্বাদশ ব্যক্তিও। দেখুন তো শেন ওয়ার্নের পছন্দের দু-দুটো সেরা একাদশ দেখে আপনিও তাঁর সঙ্গে এক মত হন কিনা।

ওয়ার্ন বানালেন দুটো সেরা একাদশ! একটা নয়ের দশকের, একটা আজকের

ওয়েব ডেস্ক: আজ সকালেই একটি বিশেষ অনুষ্ঠানে ৯-এর দশকের এবং এখনকার দিনের দুটো আলাদা আলাদা একাদশ তৈরি করতে বলা হয় প্রাক্তন অজি স্পিনার শেন ওয়ার্নকে। তিনি করে দেন দুটোই। রাখেন দ্বাদশ ব্যক্তিও। দেখুন তো শেন ওয়ার্নের পছন্দের দু-দুটো সেরা একাদশ দেখে আপনিও তাঁর সঙ্গে এক মত হন কিনা।

৯-এর দশকের সেরা একাদশ

১) মাইকেল স্ল্যাটার
২) সইদ আনোয়ার
৩) রিকি পন্টিং
৪) সচিন তেন্ডুলকর
৫) ব্রায়ান লারা
৬) জাক কালিস
৭) কুমার সাঙ্গাকারা (উইকেট কিপার)
৮) ওয়াসিম আক্রম (ক্যাপ্টেন)
৯) শেন ওয়ার্ন
১০) কার্টলে অ্যামব্রোজ
১১) মুরলীথরন
১২) গ্লেন ম্যাকগ্রা


সাম্প্রতিক সেরা একাদশ

১) ডেভিড ওয়ার্নার
২) অ্যালিস্টার কুক
৩) জো রুট
৪) বিরাট কোহলি (ক্যাপ্টেন)
৫) স্টিভেন স্মিথ
৬) এবি ডিভিলিয়ার্স (উইকেট কিপার)
৭) বেন স্টোকস
৮) রবিচন্দ্রন অশ্বিন
৯) মিচেল স্টার্ক
১০) ইয়াসির শাহ
১১) অ্যান্ডারসন
১২) মর্নি মর্কেল

আরও পড়ুন আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়াকে পিছনে ফেলে সবার উপরে ভারত!

Read More