নিজস্ব প্রতিবেদন: রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচিংয়ে শিখর ধাওয়ানের (Sikhar Dhawan) টিম ইন্ডিয়া নেমে পড়েছে শ্রীলঙ্কা অভিযানে। রবিবার অর্থাৎ আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে চলছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এদিন টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে কার্যত ডুবতে চলেছে! ৪০ ওভারের মধ্যে তাদের ৬ উইকেট চলে গিয়েছে। আর ম্যাচে আলোচনায় উঠে এসেছেন কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও ক্যাপ্টেন ধাওয়ান।
The KUL-CHA magic returns!
(@SonySportsIndia) July 18, 2021
Kuldeep sends back the dangerous looking Rajapaksa for 24
Tune into Sony Six (ENG), Sony Ten 1 (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/QYC4z57UgI) now! #SLvINDOnlyOnSonyTen #HungerToWin #KuldeepYadav pic.twitter.com/ZLFGWn3rnJ
আরও পড়ুন: Tokyo Olympics: এমন নড়বড়ে খাটে ‘সেক্স’ করা অসম্ভব! অ্যাথলিটের টুইটে ঝড় সোশ্যালে
ফের দীর্ঘদিন পর কুল-চা জুটিকে দেখে উচ্ছ্বসিত ফ্যানেরা। কুলদীপ জোড়া উইকেট পাওয়ার পাশাপাশি এক উইকেট পেয়েছেন চাহালও। তবে তিনে ব্যাট করতে আসা ভানুকা রাজাপক্ষকে ফেরাতে কুলদীপের চেয়েও বেশি অবদান রাখলেন গব্বর। সেট হয়ে যাওয়া রাজাপক্ষকে কুলদীপ ফিরিয়ে দেন প্যাভিলয়নে। শর্ট মিড উইকেটে ফিল্ডিং করা ধাওয়ান রাজাপক্ষের তুলে মারা শটটি ফলো করে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে ক্যাচ নেন। এই ক্যাচের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)