Home> খেলা
Advertisement

Aamir এর সিনেমার গানে Shoaib পুত্রের নাচ! বলি মহাতারকার প্রশংসায় স্পিডস্টার

বলি সুপারস্টার আমির খানের কাজের ভূয়সী প্রশংসা করলেন শোয়েব।

 Aamir এর সিনেমার গানে Shoaib পুত্রের নাচ! বলি মহাতারকার প্রশংসায় স্পিডস্টার

নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন পাক স্পিডস্টার শোয়েব আখতারের (Shoaib Akhtar) ছেলে মহম্মদ মিকায়িল আলি (Muhammad Mikaeel Ali) আমির খানের (Aamir Khan) বড় ভক্ত। শোয়েব ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করছেন, সেখানে দেখা যাচ্ছে তাঁর পুত্র টিভি-তে 'তারে জমিন পর' (Taare Zameen Par) ছবির গান 'বাম বাম বোলে' হাঁ করে দেখছে আর মনের আনন্দে নাচছে।

আরও পড়ুন: খেলরত্নের দৌড়ে Mithali Raj, R Ashwin এর সঙ্গে Sunil Chhetri

শোয়েব এই ভিডিয়ো শেয়ার করার সঙ্গেই বলি সুপারস্টার আমির খানের (Aamir Khan) কাজের ভূয়সী প্রশংসা করলেন। শোয়েব লেখেন, "আমির খানের কাজ এখনও প্রতিটি বাচ্চাকে বিস্মিত করছে। আমার বাচ্চাও তাতেই মজে আছে।" শোয়েবের ফ্যানেরা এই মিষ্টি ভিডিও দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন তাঁর পোস্টের নীচে। শোয়েব সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখতে জানেন, আরও একবার সে কথাই প্রমাণ করলেন তিনি। এই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গেল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটা... Read more

Read More