ওয়েব ডেস্ক: চলছে ভারত বাংলাদেশ ম্যাচ। দেখুন লাইভ আপডেট--
*এশিয়া কাপের প্রথম ম্যাচে দুরন্ত শুরু বাংলাদেশের। ৮ ওভারেই ৪৪ রানে ৩ উইকেট পড়ে গেল ভারতের। আউট হয়ে গিয়েছেন শিখর ধাওয়ান। বিরাট কোহলি এবং সুরেশ রায়না! মাত্র ৪ বলে ২ রান করে আউট শিখর ধাওয়ান। উইকেট পেলেন আল আমিন হোসেন। বিরাট কোহলি করেন ১২ বলে ৮। আর রায়না আউট হন ১৩ বলে ১৩ রান করে। রায়নাকে আউট করেন মামুদউল্লাহ। কোহলিকে আউট করেন মোর্তাজা।
এর আগে এশিয়া কাপের ম্যাচে টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা। ধোনির চোট নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তিনি কি আজ খেলবেন? এই ছিল প্রশ্ন। অবশেষে সংশয় শেষ। ভারতের হয়ে টস করতে গেলেন ধোনি। তিনি খেলছেন।
মাত্র ৪ বলে ২ রান করে আউট শিখর ধাওয়ান। ভারতের রান ১ উইকেটে ৯ রান। ২.১ ওভার। উইকেট পেলেন আল আমিন হোসেন। এশিয়া কাপের ম্যাচে টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা। ধোনির চোট নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তিনি কি আজ খেলবেন? এই ছিল প্রশ্ন। অবশেষে সংশয় শেষ। ভারতের হয়ে টস করতে গেলেন ধোনি। তিনি খেলছেন।
ভারতীয় দল - শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পাণ্ডিয়া, জাদেজা, অশ্বিন, বুমরাহ এবং নেহরা।
বাংলাদেশ দল - ইমরুল, সৌম্য সরকার, সাবির রহমান, মাহমদুল্লাহ, সাকিব আল হাসান, মুসফিকুর রহিম, মোর্তাজা, মিঠুন, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং তাকসিন আহমেদ।