Home> খেলা
Advertisement

Sourav Ganguly On Champions Trophy 2025 Venue Row: প্রসঙ্গ; বাড়তি সুবিধা পাচ্ছে ভারত! সমালোচকদের 'বাপি বাড়ি যা' মুডেই ওড়ালেন দাদা

Sourav Ganguly On Champions Trophy 2025 Venue Row:  চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নাকি বাড়তি সুবিধা পাচ্ছে! এবার সৌরভ গঙ্গোপাধ্যায় উড়িয়ে দিলেন সমালোচকদের...
 

Sourav Ganguly On Champions Trophy 2025 Venue Row: প্রসঙ্গ; বাড়তি সুবিধা পাচ্ছে ভারত! সমালোচকদের 'বাপি বাড়ি যা' মুডেই ওড়ালেন দাদা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের প্রাক্তন দুই তারকা নাসের হুসেন ও মাইক আথার্টনের এক বিতর্কের জন্ম দিয়েছেন। দু'জনেরই দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতকে, সকল ম্যাচে শুধু দুবাইয়ে খেলতে দিয়ে আইসিসি বাড়তি সুবিধা দিয়েছে। 

রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ভারত সরকার রোহিত শর্মাদের (Rohit Sharma) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি, যার ফলে আইসিসি ভারতকে সব ম্যাচ দুবাইতে খেলারই সবুজ সংকেত দিয়েছে। ঘটনাচক্রে ভারত একমাত্র দল যারা গ্রুপ পর্যায়ে প্রতিটি ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনালের টিকিট কেটেছে। আর কোনও অংশগ্রহণকারী দল গ্রুপের সব খেলা জিততে পারেনি, কারণ সকলেই পাকিস্তানে খেলেছে। 

আরও পড়ুন: ১৮ দিন পর শুরু ১৮তম আইপিএল, ১০ অধিনায়ককে চেনেন? কেউ গেমচেঞ্জার, তো কেউ বিশ্বকাপজয়ী

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবার এই ইস্যুতে মুখ খুললেন। একেবারে  সমালোচকদের 'বাপি বাড়ি যা' মুডেই ওড়ালেন। সৌরভ এক সাক্ষাত্‍কারে বলেছেন, 'পাকিস্তানের পিচ দুবাইয়ের চেয়ে অনেক ভালো। ভারত সেখানে খেললে আরও বেশি রান করত...'

সাকলিন মুশতাকের পর, আরেক পাক কিংবদন্তি ইনজামাম-উল-হকও চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি বিতর্কের আগুন ঢেলেছেন। এই পরিস্থিতিতে ইনজি বিশ্বব্যাপী আইপিএল বয়কটের ডাক দিয়েছেন। তিনি অন্যান্য বোর্ডগুলিকে মনে করিয়ে দিয়েছেন যে, ভারত তাদের খেলোয়াড়দের বিদেশি লিগেও অংশগ্রহণের অনুমতি দেয় না, তাহলে বিদেশি খেলোয়াড়রা কেন আইপিএল খেলবেন! 

পাকিস্তানের এক টিভি চ্যানেলে ইনজি বলেছেন,'চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দিন। সারা বিশ্বের প্রথমসারির খেলোয়াড়রা আইপিএলে অংশগ্রহণ করে, কিন্তু ভারতীয় খেলোয়াড়রা অন্যান্য লিগে অংশগ্রহণ করে না। অন্যান্য বোর্ডের উচিত তাদের খেলোয়াড়দেরও আইপিএলে পাঠানো বন্ধ করা। যদি বিসিসিআই নিজেদের খেলোয়াড়দের বিদেশি লিগের জন্য ছাড় না দেয়, তাহলে অন্যান্য বোর্ডেরও উচিত পদক্ষেপ নেওয়া।'  

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

বিসিসিআই-এর চুক্তিবদ্ধ কোনও ভারতীয় খেলোয়াড়ের বিদেশি লিগে খেলার অনুমতি নেই। ভারতীয় ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেওয়ার পরেই তা সম্ভব। পুরোপুরি অবসর বলতে শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়,  বিসিসিআই-আয়োজিত আইপিএল এবং কোনও ঘরোয়া টুর্নামেন্টেই খেলা যাবে না

আরও পড়ুন: শামার মুখে এবার ঝামা ঘষলেন গাভাসকর, 'আপনার স্লিম ছেলে লাগলে...'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More