Home> খেলা
Advertisement

Sourav Ganguly | SSC Case: 'দয়া করে আমাকে'...! করজোড়ে বিরাট বার্তা সৌরভের, নড়ে গেল রাজ্য-রাজনীতি

Sourav Ganguly On Nabanna Abhijan Regarding SSC Case: সৌরভ গঙ্গোপাধ্যায় পেয়েছিলেন চাকরিহারাদের নবান্ন অভিযানে শামিল হওয়ার আমন্ত্রণ! তিনি কি ২১ এপ্রিল যাচ্ছেন? 

Sourav Ganguly | SSC Case: 'দয়া করে আমাকে'...! করজোড়ে বিরাট বার্তা সৌরভের, নড়ে গেল রাজ্য-রাজনীতি

সন্দীপ প্রামাণিক: বাংলার প্রাক্তন ফুটবলার শুভ দাসের (Subho Dasজীবন আচমকাই বদলে গিয়েছে! মহামেডান, কালীঘাট ও ইস্টার্ন রেলওয়ের জার্সিতে খেলা, ৩৭ বছরের ফুটবলার এখন এক ভয়ংকর কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। শুভর শরীরের বাঁ-দিক পক্ষাঘাতগ্রস্ত, এবং একই সঙ্গে তাঁর ডান হাতের আঙুল থেকে কনুই পর্যন্ত কেটে ফেলতে হয়েছে ডাক্তারদের। শুভ এখন মারাত্মক আর্থিক সংকটের মুখে পড়েছেন।

আরও পড়ুন: ১৭ বছর আগে ইমরানের বিছানায় বাঁধ ভেঙেছিলেন! এবার ভারতীয় স্টারের জন্য প্রকাশ্যেই...

শুভর চরম দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছে পিআর সলিউশন এবং আদিত্য গ্রুপ। শুক্রবার, আজ দুপুরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বেহালার বাসভবনে এক অনুষ্ঠান ছিল। ভারতের প্রাক্তন অধিনায়ক শহরে কোনও অনুষ্ঠানে থাকা মানেই তাঁর কাছে সাংবাদিকরা প্রশ্নমালা নিয়ে হাজির হন। তাঁর কাছে এদিন প্রশ্ন ছিল যে, চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের ডাকে, আগামী ২১ এপ্রিল, তিনি কি নবান্ন অভিযানে শামিল হবেন? যার উত্তরে সৌরভ নিজের বাড়িতে বসেই হাতজোড় করে বলেন, 'ওদিন কী আছে আমি জানি না, দয়া করে আমাকে রাজনীতিতে জড়াবেন না।'

fallbacks

সৌরভকে এই প্রশ্ন করার নির্দিষ্ট কারণ রয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীরা। চাকরিহারা ঐক্যমঞ্চ আগামী সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে। তাঁরা চেয়েছেন সমাজের সকল স্তরের মানুষ সেই প্রতিবাদে শামিল হন। চাকরিহারা ঐক্যমঞ্চের ৩ প্রতিনিধি, গত পয়লা বৈশাখ সৌরভের বাড়িতে গিয়েছিলেন তাঁকে নবান্ন অভিযানের আমন্ত্রণ জানাতে। কিন্তু সৌরভের সঙ্গে দেখা করতে না পেরে তাঁরা হতাশ হয়ে ফিরে এসেছিলেন। এমনকী নিরাপত্তারক্ষীরা বাধা দেওয়ায় তাঁরা চিঠিও দিতে পারেননি। সকলেই জানেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সৌরভ। তাই চাকরিহারারা চেয়েছিলেন যাতে মহারাজ মধ্যস্থতা করে তাঁদের সঙ্গে দিদির বৈঠকের ব্যবস্থা করতে পারেন। 

ঘটনাচক্রে, অসুস্থ ফুটবলার শুভও পেশায় স্কুল শিক্ষক, কিন্তু অনুপস্থিতির কারণে দীর্ঘদিন তাঁর বেতন নেই। চাকরিও প্রায় যেতে বসেছে। তাই তাঁর চিকিৎসার বিরাট খরচ যোগাতে পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে পিআর সলিউশন। আর্থিক দায় ভার নিয়ে এগিয়ে এসেছে আদিত্য গ্রুপ। এদিন শুভর হাতে এক লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন সৌরভ অনির্বাণ আদিত্য ওঅঙ্কিত আদিত্য। সৌরভ এদিন শুভকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। 

আরও পড়ুন: 'শুতে চাই'...যশস্বীদের সতীর্থ এখন লিঙ্গ বদলে নারী, ক্রিকেটাররাই পাঠাচ্ছেন নগ্ন ছবি!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More