Home> খেলা
Advertisement

IND vs SA: ব্য়াটিং ব্যর্থতাই ডোবাল ভারতকে! টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

IND vs SA:  ব্যাটাররা ব্য়র্থতার দিনে দাপট দেখালেন ভারতীয় বোলাররা।  কে কে আর তারকা বরুণ চক্রবর্তীর একাই নেন ৫ উইকেট। তাঁর বোলিং সুবাদেই একসময় মনে হচ্ছিল সিরিজে ২-০ ব্যবধান এগিয়ে যাবে ভারতই। কিন্তু তা আর হল না!

IND vs SA:  ব্য়াটিং ব্যর্থতাই ডোবাল ভারতকে! টি-টোয়েন্টি  সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ ভারত। এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলেল প্রোটিয়ারা।  শেষের দিকে খেলার মোড় ঘুরিয়ে দিলেন ট্রিস্টান স্টাবস এবং জেরাল্ড কোয়েৎজি। 

আরও পড়ুন:  Mohun Bagan: কলিঙ্গভূমে থামল বিজয়রথ! ওড়িশার বিরুদ্ধে ড্র মোহনবাগানের..

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ভরাডুবি। দক্ষিণ অফ্রিকায় টি-টোয়ন্টি সিরিজে প্রথম ম্যাচে কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে জয়ে ধারা অব্যাহত রাখতে পারলেন না সূর্যকুমাররা। ব্যাটিং নয়,  এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। মেঘাচ্ছন্ন আকাশ, স্যাঁতস্যাঁতে আবহাওয়া দারুণভাবে কাজ লাগান দলের বোলাররা।

ইনিংসের শুরু থেকে একে এক উইকেট হারাতে থাকে ভারত। ফর্মে থাকা সঞ্জু স্যামসন শুন্য রানে মার্কো জানসেনের বলে বোল্ড হন। অভিষেক শর্মা এবং অধিনায়ক সূর্যকুমার যাদব দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান।  কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিলক বর্মা এবং অক্ষর প্যাটেল। শেষের দিকে হার্দিক পাণ্ডিয়ার দৌলতে একশোর রানে গন্ডি পেরোয় টিম ইন্ডিয়া। ২০ ওভারে ১২৪ রান। টি-টোয়েন্টি আহামরি স্কোর নয় মোটেই।

ব্যাটাররা ব্য়র্থতার দিনে দাপট দেখালেন ভারতীয় বোলাররা।  কে কে আর তারকা বরুণ চক্রবর্তীর একাই নেন ৫ উইকেট। তাঁর বোলিং সুবাদেই একসময় মনে হচ্ছিল সিরিজে ২-০ ব্যবধান এগিয়ে যাবে ভারতই। কিন্তু তা আর হল না! ৭ উইকেট হারানোর পরেও ট্রিস্টান স্টাবস এবং জেরাল্ড কোয়েৎজি ব্যাট ভর করে ম্যাচ বের করে নিল দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: Rishabh Pant In CSK: রাজধানী ছেড়ে এবার চেন্নাই এক্সপ্রেসে পন্থ? হাতে ৫৫ কোটি নিয়ে সিএসকে কর্তার বিরাট আপডেট

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

Read More