জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লখনউয়ের একানা স্টেডিয়ামে হয়ে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ (IND vs SA 1st ODI)। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছিল ২৪৯ রান। এদিন বৃষ্টির জন্য় ৫০ ওভারের বদলে ৪০ ওভারের ম্যাচ হয়। জবাবে ভারতের ইনিংস শেষ হয়ে গেল ২৪০ রানে। ৯ রানে টেম্বা বাভুমার (Temba Bavuma) দল শিখর ধাওয়ানদের (Shikhar Dhawan) হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল।
এদিন ২৩ ওভারের মধ্যে ১১০ রান তুলতে গিয়ে প্রোটিয়া বাহিনী ৪ উইকেট হারিয়ে ফেলে। ওপেন করতে নেমেছিলেন জেনম্যান মালান ও কুইন্টন ডি কক। ২২ রান করে আউট হয়ে যান মালান। শার্দূল ঠাকুরের বলে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর ক্যাপ্টেন বাভুমা মাত্র ৮ রান করে শার্দূলের বলে ক্লিন বোল্ড হয়ে যান। ডি কক অন্য প্রান্ত ধরে রেখেছিলেন। তিনি করেন ৫৪ বলে ৪৮ রান করেন। রবি বিষ্ণোইয়ের বলে এলবিডব্লিউ হন তিনি। চারে নেমে আইদেন মারক্রম কোনও রান না করেই কুলদীপের বলে বোল্ড হয়ে যান। এরপর পাঁচে নেমে হেনরিক ক্লাসেন (৬৫ বলে ৭৪) ও ডেভিড মিলার (৬৩ বলে ৭৫) অপরাজিত ইনিংস খেলেন। তাঁদের সৌজন্যেই দক্ষিণ আফ্রিকা ৪০ ওভারে এই রান তুলতে পেরেছে।
আরও পড়ুন: Watch, Kuldeep Yadav, IND vs SA: ফেরালেন ২০১৯ বিশ্বকাপের স্মৃতি! চর্চায় কুলদীপের অবিশ্বাস্য ডেলিভারি
ধাওয়ান ও শুভমান গিলের ব্যাটে রান তাড়া করতে নেমেছিল ভারত। তুই ওপেনারই চূড়ান্ত ব্যর্থ হন এদিন। আট রানের মধ্যেই চলে যান তাঁরা। ধাওয়ান করেন চার রান, গিল করেন তিন রান। এরপর তিন-চারে নেমে রুতুরাজ গায়কোয়াড় (১৯) ও ঈশান কিশানও (২০) বড় রান করতে পারেননি। ৫১ রানেই চলে যায় ভারতের চার উইকেট। পাঁচে নেমে ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজটা শুরু করেন শ্রেয়স আইয়ার। তাঁর হাত শক্ত করেন সঞ্জু স্যামসন। ৫৪ বলে ৬৭ রান যোগ করেন তাঁরা। শ্রেয়স ৩৭ বলে ৫০ রান করে ফিরে যান। এবার স্যামসন পাশে পান শার্দূল ঠাকুরকে। স্যামসন ও শার্দূল জ্বলে ওঠেন। ৬৬ বলে ৯৩ রান যোগ করেন তাঁরা। শার্দূল ৩১ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরে যান। স্যামসন ৬৩ বলে ৮৬ রানে অপরাজিত থেকেও বৈতরণী পার করাতে পারেননি। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ৯ অক্টোবর (রবিবার) রাঁচিতে। তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ানডে হবে ১১ অক্টোবর (মঙ্গলবার) নয়াদিল্লিতে। রাঁচিতে বাভুমারা জিততে পারলেই সিরিজ জিতে নেবেন তাঁরা।