Home> খেলা
Advertisement

ইউরোর আগে প্রস্তুতি ম্যাচে জয় পেল স্পেন

রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলারদের ছাড়াই ইউরোর আগে প্রস্তুতি ম্যাচে জয় পেল স্পেন। বসনিয়াকে তিন-এক গোলে হারাল লা রোজা বাহিনী।

ইউরোর আগে প্রস্তুতি ম্যাচে জয় পেল স্পেন

ওয়েব ডেস্ক: রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলারদের ছাড়াই ইউরোর আগে প্রস্তুতি ম্যাচে জয় পেল স্পেন। বসনিয়াকে তিন-এক গোলে হারাল লা রোজা বাহিনী।
প্রস্তুতি ম্যাচে পরীক্ষার পথে হাঁটেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। ফ্যাব্রিগাস ও ডেভিড সিলভা ছাড়া প্রথম একাদশে একঝাঁক নতুন ফুটবলারকে খেলিয়ে দেখে নেন স্প্যানিশ কোচ। প্রথমার্ধে জোড়া গোল করে স্প্যানিশ আর্মাডাকে এগিয়ে দেন সেল্টাভিগোর স্ট্রাইকার নোলিটো। সুয়োগ পেয়েই নজর কাড়েন এই স্ট্রাইকার। বিরতির আগে একটি গোল শোধ করে বসনিয়া। প্রথমার্ধে বসনিয়ার গোলদাতা স্পাহিচ লাল কার্ড দেখায় দশজনে খেলতে হয় তাদের। ম্যাচের শেষদিকে স্পেনের তৃতীয় গোলটি পেড্রোর।

Read More