নিজস্ব প্রতিবেদন: আর ঠিক ৯ দিন পরে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। অর্থাৎ হাতে দেড় সপ্তাহ সময়ও নেই। অথচ এখন জানা যাচ্ছে শ্রীলঙ্কা নাকি দ্বিতীয় সারির দল খেলাতে পারে ভারতের বিরুদ্ধে! কিন্তু কেন? শ্রীলঙ্কা ক্রিকেট সম্প্রতি সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের চুক্তি নিয়ে বিবাদ অব্যাহত। এছাড়াও রয়েছে শ্রীলঙ্কার ধারাবাহিক হতশ্রী পারফরম্যান্স।
শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটাররা ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে এখন। রিপোর্ট বলছে কুশল পেরেরারা দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন নির্বাচকরা। তাঁরা যদি বোর্ডের চুক্তিপত্রে সই না করেন, তাহলে ভারতের বিরুদ্ধে দ্বীপরাষ্ট্র নামাবে দ্বিতীয় সারির দল। খেলবেন না পেরেরাদের মতো সিনিয়র ক্রিকেটাররা। শ্রীলঙ্কার দৈনিক দ্য ডেইলি এফটিকে শ্রীলঙ্কার নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদ্য উইক্রমাসিংহে জানিয়েছেন যে, প্লেয়াররা চুক্তিপত্র সই না করলে তাঁরা ভারতের বিরুদ্ধে দলে জায়গা পাবেন না।
আরও পড়ুন: 'দ্বিতীয় সারির দল পাঠিয়ে ভারত অপমান করল শ্রীলঙ্কাকে'! তোপ দাগলেন Arjuna Ranatunga
জানা যাচ্ছে শ্রীলঙ্কার ৩৯ জন চুক্তিবদ্ধ ক্রিকেটার আছেন। কোনও কারণে দলের প্রথম সারির ক্রিকেটাররা না খেললে শ্রীলঙ্কা বাধ্য হবে বিকল্প রাস্তা বেছে নিতে। রবিবার অর্থাৎ আজ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলছে শ্রীলঙ্কা। তারপরেই ভারতের বিরুদ্ধে দল বেছে নেওয়া হবে বলেই জানিয়েছেন উইক্রমাসিংহে। ৩৯ জন চুক্তিবদ্ধ ক্রিকেটার ডাম্বুলা ও কলম্বোতে প্র্যাকটিস করছেন। তাঁরা সিনিয়র 'এ' দলেরই সদস্য। তাঁদের নিয়েই নাকি দল করবে শ্রীলঙ্কা। তবে এই মুহূর্তে যা খবর পেরেরারা নতুন চুক্তিতে সই করবেন না। বোর্ডের চুক্তি তাঁরা মানতে চাইছেন না। সেক্ষেত্রে ধাওয়ানরা দ্বিতীয় সারির দলের বিরুদ্ধেই খেলবে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৩ জুলাই প্রথম ওয়ানডে, ১৬ জুলাই দ্বিতীয় ওয়ানডে ও ১৮ জুলাই তৃতীয় তথা শেষ ওয়ানডে। এরপর ২১ জুলাই প্রথম টি-২০, ২৩ জুলাই দ্বিতীয় টি-২০ ও ২৫ জুলাই তৃতীয় তথা শেষ টি-২০। তার আগে ধাওয়ানরা প্রস্তুতি ম্যাচ খেলবেন নিজেদের মধ্যে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)