ব্যুরো: উইম্বলডনে বালকদের ডাবলসের খেতাব জিতলেন সুমিত নাগাল। ভিয়েতনামের নামের সঙ্গে জুটি বেঁধে খেতাব জেতেন তিনি। মাত্র সতেরো বছর বয়সেই উইম্বলডনের ইতিহাসে জায়গা করে নিলেন দিল্লির তরুণ এই খেলোয়ার।
উইম্বলডনে সানিয়া-লিয়েন্ডারের নজির গড়ার দিনে নজর কাড়লেন দিল্লির সতেরো বছরের সুমিত নাগাল। ভিয়েতনামের নামকে সঙ্গী করে আমেরিকা ও জাপানি জুটিকে হারিয়ে বালকদের ডাবলস খেতাব জিতে নেন এই ভারতীয় খেলোয়ার। উইম্বলডনের এক নম্বর কোর্টে স্ট্রেট সেটে ম্যাচ জেতেন এই ইন্দো-ভিয়েতনাম জুটি। সুমিতদের পক্ষে খেলার ফল ৭-৬,৬-৪। একঘণ্টা তিন মিনিটে ম্যাচ জিতে বালকদের ডবলস খেতাব জিতে নেন সিমিত নাগালরা। সেই সঙ্গে ইতিহাসে জায়গা করে নেন দিল্লির সতেরো বছরের তরুণ এই খেলোয়ার।