Home> খেলা
Advertisement

India Pakistan Tension: 'পাক্কা বোকা...'! আটারির ওপার থেকে গাভাসকরকে পালটা, জোট বাঁধলেন মিয়াঁদাদ-সহ তিন

Sunil Gavaskar On India Pakistan Tension: এশিয়া কাপ থেকে পাকিস্তানকে ছেঁটে ফেলা উচিত! পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর এই পরামর্শই দিয়েছিলেন গাভাসকর। এবার তাঁকে পালটা দিলেন মিয়াঁদাদ-সহ তিন প্রাক্তন পাক তারকা। 

India Pakistan Tension: 'পাক্কা বোকা...'! আটারির ওপার থেকে গাভাসকরকে পালটা, জোট বাঁধলেন মিয়াঁদাদ-সহ তিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) জঙ্গিদের হত্যালীলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন বাদে সকলেই পর্যটক। দেশ জুড়ে পাক মাটিতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছেন, পহেলগাঁওতে ষড়যন্ত্রী ও জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেবেন তিনি। আর এই পরিস্থিতিতে কিংবদন্তি সুনীল গাভাসকর ( Sunil Gavaskar) ভারত-পাক (India Vs Pakistan) ক্রিকেট ইস্যুতে চরম পদক্ষেপ নেওয়ার কথাই বলেছেন। 

আরও পড়ুন: 'আইপিএল জালিয়াত-প্রতারকদের দল', পন্থের নেতৃত্বে ১১ জনের তালিকায় মহারথীদের ছড়াছড়ি!

সানি বলেছেন, 'বিসিসিআই সবসময়ে ভারত সরকারের নির্দেশ অনুসরণ করেই অবস্থান নিয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন নাহলে আমি পাকিস্তানকে এশিয়া কাপে দেখছি না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। এর পরিবর্তে আমরা একটি ত্রিদেশীয় সিরিজ অথবা একটি চারদেশীয় ইভেন্ট দেখতে পারি। এরপর কী হবে তা নির্ভর করবে আগামী মাসগুলিতে পরিস্থিতি কী হয় তার উপর। যদি ভারত একক ভাবে একটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়, তাহলে তা ভারতে, এমনকী বাংলাদেশ বা শ্রীলঙ্কাতেও হতে পারে, যেখানে ভারতই প্রধান আয়োজক থাকবে।' 

এশিয়া কাপ থেকে পাকিস্তানকে ছেঁটে ফেলার মন্তব্যে ঝড় উঠে গিয়েছে আটারির ওপারে। সেই দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা সানির কথায় এখন ফুঁসছেন। পাক মহারথী ও প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ  বলেছেন, 'সানি ভাই এই কথা বলেছেন! আমার তো বিশ্বাসই হচ্ছে না। তিনি একজন শ্রদ্ধাশীল সরল মনের মানুষ। যিনি সবসময় রাজনীতি থেকে দূরে থাকতেন।' প্রাক্তন পাক স্পিনার ইকবাল কাসিম বলেছেন, 'গাভাসকর একজন দায়িত্বশীল ব্যক্তি। তাঁকে সীমান্তের দুই প্রান্তের মানুষই ভালোবাসে। রাজনীতির সঙ্গে খেলাধুলোর মিশে যাওয়া উচিত নয়।' ওদিকে বাসিত আলি সবসময় বিস্ফোরক কথাবার্তাই বলেন। এবার তাঁর সংযোজন, 'পাক্কা বোকার মতো কথা বলেছেন গাভাসকর। আগে তদন্ত শেষ হোক। ক্রিকেটকে রাজনৈতিক শত্রুতার ঊর্ধ্বে রাখা উচিত।'

চলতি বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। আয়োজক যদিও ভারত, তবে নিরপেক্ষ দেশেও খেলা হতে পারে। যেহেতু পাকিস্তান রয়েছে টুর্নামেন্টে। টুর্নামেন্টের ১৭তম সংস্করণে টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে। ভারত বর্তমান চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পাঁচট পূর্ণ সদস্য- আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা সরাসরি এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করবে। এবং তাদের সঙ্গে যোগ দেবে হংকং, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলি। ২০২৪ সালের এসিসি পুরুষদের প্রিমিয়ার কাপে শীর্ষ তিনে স্থানে ছিল তারা।

আরও পড়ুন: রোহিতদের ঘর থেকে বিতাড়িত! এখন কেকেআরে, 'সব্যসাচী'-র ভূমিকা নিয়ে মুখ খুললেন হর্ষিত

  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

Read More