Home> খেলা
Advertisement

Sunil Gavaskar On Sachin Vs Virat: সচিন-বিরাটের মধ্যে কে 'গ্রেটেস্ট'? অপ্রত্যাশিত উত্তর সানির, সারালেন 'উপমহাদেশীয় রোগ'!

Sunil Gavaskar On Sachin Vs Virat: সচিন-বিরাটের মধ্যে কে 'গ্রেটেস্ট'? সুনীল গাভাসকরে উত্তরে সজোরে ধাক্কা ক্রিকেটদর্শনে!

Sunil Gavaskar On Sachin Vs Virat: সচিন-বিরাটের মধ্যে কে 'গ্রেটেস্ট'? অপ্রত্যাশিত উত্তর সানির, সারালেন 'উপমহাদেশীয় রোগ'!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিংবদন্তি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) কাছে প্রশ্ন ছিল আরও দুই মহানক্ষত্রকে নিয়ে! সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির (Sachin Tendulkar Vs Virat Kohli ) মধ্যে সানির বিচারে কে 'গ্রেটেস্ট'? প্রশ্ন করেছিলেন জনপ্রিয় ক্রিকেট শো 'ড্রেসিংরুম'-এর সঞ্চালক ফখর-এ-আলম। অপ্রত্যাশিত উত্তরে সানি সারালেন বহু বছর ধরে চলে আসা এক 'উপমহাদেশীয় রোগ'! 

আরও পড়ুন: 'মেসি-রোনাল্ডোর মতোই বিরাটও কমপ্লিট প্যাকেজ', রাজায় মোহিত চিরশত্রু দেশের কিংবদন্তিও!

সচিন বনাম বিরাটের তুলনা শুরুতেই মাঠের বাইরে পাঠিয়েছেন লিটলমাস্টার। ফখর-এ-আলমকে তিন বলেন, 'দেখুন, আমি কখনই দুই ভিন্ন যুগের তুলনা করব না। আপনি জানেন যে, প্লেয়িং কন্ডিশন, পিচ ও প্রতিপক্ষ আলাদা হয়ে যায়। তাই দু'জন গ্রেট খেলোয়াড়ের তুলনা করা খুব কঠিন, তুলনা নিছকই দুর্বলতা, আমি দুর্বলতাই বলব, উপমহাদেশেই তুলনা চলে। এখানেই আমরা সবসময় খেলোয়াড়দের তুলনা করি। কখনও কাউকে জিজ্ঞাসা করতে দেখেছেন যে, রিকি পন্টিং কি গ্রেগ চ্যাপেলের চেয়ে ভালো খেলোয়াড়? কেউ করেনি। বর্তমান খেলোয়াড়রা যেমন, তেমনই গ্রহণ করুন। কোনও তুলনা চলে না। আবারও বলছি কেবল উপমহাদেশেই আমরা সবসময় তুলনা করি।'

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত রবিবার 'মাদার অফ অল ব্যাটল'-এ মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। মহম্মদ রিজওয়ানদের ২৪১ রান তাড়া করে রোহিত শর্মার ভারত ৪৫ বল হাতে রেখে হেসেখেলে ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। সব আলো একাই কেড়ে নিয়েছিলেন বিরাট। তিনে নেমে ১১১ বলে অপরাজিত শতরান করেছিলেন বিরাট। আর সেদিনই তিনি বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই ক্রিকেটে ১৪ হাজার রানের গণ্ডি টপকে ছিলেন।

আরও পড়ুন: 'এত কলা বাঁদরেও খায় না'! ভাইরাল ওয়াসিম আক্রম, ভুলেও মিস করবেন না ভিডিয়ো...

বিরাটের ওডিআই সেঞ্চুরি সচিনের চেয়ে বেশি। 'ক্রিকেট ঈশ্বর'-এর ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির মধ্যে ওডিআইতে ৪৯টি এবং টেস্টে ৫১টি সেঞ্চুরি রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সচিন ৩৪৩৫৭ রানের পাহাড়ে বসে আছেন। বর্তমানে, বিরাটে ৮২টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে। যার মধ্যে ৫১টি ওয়ানডেতে, ৩০টি টেস্টে এবং ১টি টি-টোয়েন্টিআইতে। কোহলির মোট আন্তর্জাতিক রান ২৭,৫০৩। স্বাভাবিক ভাবেই সচিনের সঙ্গে কোহলির তুলনা হয়ে আসছে...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More