Home> খেলা
Advertisement

Sunil Gavaskar: জকোভিচের জন্যই অন্যরকম কেটেছে জন্মদিন! জানালেন সুনীল গাভাসকর

৭৩ তম জন্মদিন কেন ছিল স্পেশ্যাল? জানালেন সুনীল গাভাসকর।

Sunil Gavaskar: জকোভিচের জন্যই অন্যরকম কেটেছে জন্মদিন! জানালেন সুনীল গাভাসকর

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গত ১০ জুলাই ৭৩ বছরে পা দিয়েছেন সুনীল মনোহর গাভাসকর (Sunil Gavaskar Turns 73)। ভারতীয় ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ওপেনার ও প্রাক্তন অধিনায়ক রয়েছেন ইংল্যান্ডে। ভারত-ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্যকার হিসাবে পাওয়া যাচ্ছে। জন্মদিনে 'লিটল মাস্টার' শুভেচ্ছায় ভেসে গিয়েছেন। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তিনি ফ্যানদের এই ভালবাসাকে কুর্নিশ জানিয়েছেন ব্যাটিং মায়েস্ত্রো।

গাভাসকরের জন্মদিনের দিনই ছিল উইম্বলডন ফাইনাল (Wimbledon Final 2022)। এই ম্যাচ দেখতে অল ইংল্যান্ড ক্লাবে হাজির ছিলেন গাভাসকর। তিনি ভিডিও-তে জানিয়েছেন যে, ৭৩তম জন্মদিন স্পেশ্যাল হওয়ার অন্যতম কারণ ছিল, উইম্বলডন ফাইনালে নিক কিরিয়সকে হারিয়ে জকোভিচের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়। গাভাসকর এও জানান যে, ওই রাতে তিনি প্রাক্তন ভারতীয় টেনিস তারকা ও তাঁর ভাল বন্ধু বিজয় অমূৃতরাজের সঙ্গেও নৈশভোজ সারেন। গাভাসকর বলেই দিলেন যে, বিশেষ দিনে তাঁর মন ভাল হয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল জকোভিচ-অমৃতরাজ।

আরও পড়ুন: Rohit Sharma: রোহিতই প্রথম করে দেখালেন, এর আগে পারেননি কোনও ভারতীয়!

আরও পড়ুনISSF Shooting World Cup: শুটিং বিশ্বকাপে ভারতের জয়জয়কার, মেহুলি-শাহু দেশকে দিলেন দ্বিতীয় সোনা

আরও পড়ুনSunil Gavaskar: 'আইপিএল খেলার সময় বিশ্রাম লাগে না তো!' ভারতীয় ক্রিকেটারদের তোপ সানির

আরও পড়ুনSunil Gavaskar | Virat Kohli: 'রোহিত শর্মা রান না করলে কেউ কথা বলে না!' বিরাটের পাশে সুনীল গাভাসকর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


 

 

 

 

Read More