Home> খেলা
Advertisement

India vs England, 3rd Test: হেডিংলিতে নামার আগেই মুটিয়ে গেল Kohli অ্যান্ড কোং!

যদিও এই ছবিগুলি দেখে নেটিজেনরা দুই দলে বিভক্ত।

India vs England, 3rd Test: হেডিংলিতে নামার আগেই মুটিয়ে গেল Kohli অ্যান্ড কোং!

নিজস্ব প্রতিবেদন: বুধবার অর্থাৎ আগামিকাল থেকে লিডসের হেডিংলিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ১-০ এগিয়ে আছে বিরাট কোহলি অ্যান্ড কোং! লর্ডসে ১৫১ রানে জিতে টগবগ করে ফুটছে বিরাট বাহিনী। কিন্তু হেডিংলিতে নামার আগেই মুটিয়ে গেল ভারতীয় দল!

বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা ও মহম্মদ শামির মতো তারকা ক্রিকেটাররা বেশ অনেকটাই ওজন বাড়িয়ে ফেলেছেন! বাস্তবে যদিও এমনটা ঘটেনি। রাতারাতি যা সম্ভবও নয়। ইনস্টাগ্রামে অলটারনেটিভ কমেন্ট্রি কালেকটিভ ( Alternative Commentary Collective) পেজে বিরাটদের সুপারইম্পোজ করা ছবিই পোস্ট করেছে তারা। 

আরও পড়ুন: Jasprit Bumrah অনন্য রেকর্ডের দোরগোড়ায়, হেডিংলিতে টপকে যেতে পারেন Kapil Dev কে!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The ACC (@theaccnz)

যদিও এই ছবি দেখে নেটিজেনরা দুই দলে বিভক্ত। কারোর মতে বিরাটদের এই ছবিগুলো অত্যন্ত হাস্যকর। কেউ কেউ আবার বডি শেমিংয়েরও অভিযোগ তুলেছেন। অতীতে বিরাট-ধোনিদের সোশ্যাল মিডিয়ায় বুড়িয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল। এবার বিশ্বের অন্য়তম ফিট ক্রিকেট দলকে মুটিয়ে দেওয়া হল!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More