Home> খেলা
Advertisement

লকডাউনে জোরকদমে ফিটনেস চর্চা, কেমন কাটছে ঋদ্ধির কোয়ারেন্টিন জীবন, জেনে নিন

সবার মতোই ঘরবন্দি জীবন কাটাতে হচ্ছে টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যানকেও। কিন্তু ফিটনেসে কোনও খামতি রাখছেন না পাপালি।

লকডাউনে জোরকদমে ফিটনেস চর্চা, কেমন কাটছে ঋদ্ধির কোয়ারেন্টিন জীবন, জেনে নিন

নিজস্ব প্রতিবেদন:  সবকিছু ঠিকঠাক থাকলে এখন আইপিএঅলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে ব্যস্ত থাকতেন ঋদ্ধিমান সাহা।  কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আপাতত লকডাউন দেশ জুড়ে।  তাই সবার মতোই ঘরবন্দি জীবন কাটাতে হচ্ছে টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যানকেও। কিন্তু ফিটনেসে কোনও খামতি রাখছেন না পাপালি। সঙ্গে ঘরের কাজও করছেন তিনি। ঋদ্ধির ফ্র্যাঞ্চাইজি দল মজার এক ভিডিয়ো পোস্ট করেছে।  

 

ফ্ল্যাট বাড়ির ফ্যান পরিস্কার থেকে  ট্রলি ব্যাগ নিয়ে শরীর চর্চা কিংবা ঘর পরিস্কার করে কোনও কিছু বাদ যাচ্ছে না।  সঙ্গে নিজের মতো ঘরের মধ্যে শরীর চর্চা করে চলেছেন পাপালি।  আসলে কোয়ারেন্টিনে নিজেকে ফিট রাখাই আসল চ্যালেঞ্জ সুপারম্যানের।

 

রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে যাওয়ার আগে বাবা হয়েছেন ঋদ্ধিমান সাহা। তাই মেয়ে , ছেলে আর স্ত্রীকে লকডাউনে অবশ্য অনেকটাই সময় দিতে পারছেন ঋদ্ধি।  


আরও পড়ুন - মদের দোকান খোলায় দারুণ খুশি রবি শাস্ত্রী! বিয়ারের গ্লাস হাতে সঙ্গ চান এই দুজনের

Read More