Home> খেলা
Advertisement

T20 World Cup 2022 Final | Ricky Ponting: বিশ্বকাপ ফাইনাল খেলছে এই দুই টিমই! বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন পন্টিং

রিকি পন্টিং জানিয়ে দিলেন যে, টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়াই। টুর্নামেন্টের শুরুর আগে যে, ভবিষ্যদ্বাণী তিনি করেছিলেন, সেই কথাতেই তিনি অনড় থাকছেন।

T20 World Cup 2022 Final | Ricky Ponting: বিশ্বকাপ ফাইনাল খেলছে এই দুই টিমই! বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন পন্টিং

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে দেখতে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) বেশ কিছুটা পথ চলে ফেলল। ঠিক ১০ দিন পর মেলবোর্নে (MCG) অনুষ্ঠিত হবে কুড়ি ওভারের বিশ্বযুদ্ধের ফাইনাল। অজি কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting) জানিয়ে দিলেন যে, কাপযুদ্ধের ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS)। বিশ্বকাপ উপলক্ষ্যে আইসিসি-র (ICC) জন্য কলম ধরেছেন তিনি। সেখানেই বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

পন্টিং আইসিসি-তে লিখেছেন, 'সত্যি বলতে কে জানে মেলবোর্নে কারা খেলবে। আমি আশা করি অস্ট্রেলিয়া রাস্তা খুঁজে নেবে পরের রাউন্ডে যাওয়ার। দক্ষিণ আফ্রিকা একমাত্র দল যারা এখনও হারেনি (পন্টিং যখন এই কলাম লিখেছেন, তখন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচ হয়নি। সিডনিতে বৃহস্পতিবার অর্থাৎ আজ বাবর আজমের দল, মরণ-বাঁচন ম্যাচে পাকিস্তান ৩৩ রানে দক্ষিণ আফ্রিকাকে হারায়)। ফলে ওরা ভয়ংকর হবে। কিন্তু আমি বিশ্বকাপ শুরুর আগেও যা বলেছিলাম, এখনও তাই বলব, ফাইনাল হবে অস্ট্রেলিয়া বনাম ভারতের।' বড় ম্যাচে খেলার অভিজ্ঞতাও শেয়ার করে নিয়েছেন পন্টিং। তিনি লিখেছেন,  'প্রতিটি বড় ম্যাচে আমি যখন খেলতাম, বিশেষত অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকাকালীন, আমি সবসময় সতীর্থদের বলতাম, মুহূর্ত জড়িয়ে নাও। সেগুলো যেন ছেড়ে না যায়। বড় ম্যাচকে কখনই আর পাঁচটা ম্যাচের মতো ভেব না। কারণ বড় ম্যাচ আলাদা। বড় ম্যাচে নিজেদের প্রকাশ করার মঞ্চ। কিছু লোকানোর নেই। আরও ভালো খেলার আছে।' 

আরও পড়ুন: KL Rahul, ICC T20 World Cup 2022: লিটনকে রান আউট থেকে টাইগার্সদের বিরুদ্ধে ফর্মে ফেরা, অকপট কেএল রাহুল

অস্ট্রেলিয়ায় এখন প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। তবে সেমিফাইনাল এবং ফাইনালে যদি ন্যূনতম পাঁচ ওভারের ম্য়াচও না করা যায়, সেক্ষেত্রে খেলা হবে  রিজার্ভ ডে-তে। বৃষ্টি বা অন্য যে কোনও পরিস্থিতির জন্যই প্রযোজ্য হবে সংরক্ষিত দিন। আগামী ৯ ও ১০ নভেম্বর হবে দু'টি সেমিফাইনাল। প্রথম সেমি হবে সিডনিতে। দ্বিতীয় সেমি হবে অ্যাডিলেডে। আর মেগাফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। ক্রিকেট ফ্যানদের নিশ্চয়ই মনে আছে যে, ২০১৯ সালে লন্ডনে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল কিন্তু হয়েছিল রিজার্ভ ডে'তে। খেলা হয়েছিল ম্যাঞ্চেস্টারেই। যদিও স্যাঁতস্যাঁতে আবহাওয়ার সুবিধা তুলেই নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকে ভারতকে ছিটকে দিয়েছিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More