Home> খেলা
Advertisement

Deepak Chahar: মধুচন্দ্রিমায় দাদাকে বিশেষ পরামর্শ বোনের!

মালতী তাঁর ইনস্টাগ্রামে দীপক-জয়াকে জড়িয়ে ছবি পোস্ট করে লেখেন, "বিবাহিত জীবনের অনেক শুভেচ্ছা। দীপক তুমি দয়া করে হানিমুনে নিজের কোমরের খেয়াল রেখো। সামনেই আমাদের বিশ্বকাপ রয়েছে।" 

Deepak Chahar: মধুচন্দ্রিমায় দাদাকে বিশেষ পরামর্শ বোনের!

নিজস্ব প্রতিবেদন: টিম ইন্ডিয়া (Team India) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পেসার দীপক চাহার (Deepak Chahar) গত বুধবার সাতপাকে বাঁধা পড়েছেন। দীর্ঘদিনের গার্লফ্রেন্ড জয়া ভরদ্বাজকে বিয়ে করলেন দীপক। আগ্রায় একেবারে গ্র্যান্ড সেরেমনিতেই কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দীপক। নবদম্পতি এবার মধুচন্দ্রিমায় যাচ্ছেন। দীপককে হানিমুনে কোমরের খেয়াল রাখারই পরামর্শ দিলেন তাঁর অভিনেত্রী বোন মালতী চাহার (Malti Chahar)। 

 
 
 
 
 

 

মালতী তাঁর ইনস্টাগ্রামে দীপক-জয়াকে জড়িয়ে ছবি পোস্ট করে লেখেন, "বিবাহিত জীবনের অনেক শুভেচ্ছা। দীপক তুমি দয়া করে হানিমুনে নিজের কোমরের খেয়াল রেখো। সামনেই আমাদের বিশ্বকাপ রয়েছে।" চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন দীপক। এরপর তিনি প্রায় দেড় মাস এনসিএ-তে ছিলেন। এমনকী সেরেও উঠছিলেন তিনি, বল করছিলেন নেটে। এরপর ফের পিঠে চোট পান তিনি। চেন্নাই সুপার কিংস চলতি বছর আইপিএলে দীপককে ১৮ কোটি টাকায় ফের দলে নিয়েছিল। কিন্তু চোটের জন্য এক ম্য়াচও খেলা হয়নি তারকা ক্রিকেটাররে। আসন্ন অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। এই প্রতিযোগিতার আগে দীপককে একেবারে ফিট হিসাবেই চাইবে দল।

আরও পড়ুন: Kapil Dev-Arjun Tendulkar: 'সচিনের ছেলে বলেই কি সবাই অর্জুনের কথা বলে?'

আরও পড়ুনRafael Nadal: চোট পেয়ে কোর্টের বাইরে জেরেভ, ফের ফাইনালে 'লাল সুড়কির রাজা'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

Read More