Home> খেলা
Advertisement

এবার বাবা হলেন হয়তো আপনার প্রিয় ক্রিকেটার

প্রথমে ভাবা হয়েছিল যে, ভারত বনাম ইংল্যান্ডের একদিনের ম্যাচের সিরিজে প্রথম থেকে খেলবেন না জো রুট। কিন্তু না। ইংল্যান্ড দলে খুশির খবর। আগামী ১১ জানুয়ারি ভারতে চলে আসছেন এই ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম ভরসা জো রুট। তাঁর স্ত্রী একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন। এবং সে পুত্র সন্তান।

এবার বাবা হলেন হয়তো আপনার প্রিয় ক্রিকেটার

ওয়েব ডেস্ক: প্রথমে ভাবা হয়েছিল যে, ভারত বনাম ইংল্যান্ডের একদিনের ম্যাচের সিরিজে প্রথম থেকে খেলবেন না জো রুট। কিন্তু না। ইংল্যান্ড দলে খুশির খবর। আগামী ১১ জানুয়ারি ভারতে চলে আসছেন এই ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম ভরসা জো রুট। তাঁর স্ত্রী একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন। এবং সে পুত্র সন্তান।

আরও পড়ুন ২০১৬ সালে বিরাট এবং ধোনি কত টাকা রোজগার করেছেন জানেন?

আগামী ১০ এবং ১২ জানুয়ারি দুটো ওার্ম আপ ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেই দুটোতে জো রুট সম্ভাবত খেলবেন না। প্রথমটাতে খেলার সূযোগই নেই। দ্বিতীয়টিতে তিনি খেলতেও পারেন। নাও খেলতে পারেন। কিন্তু একদিনের ম্যাচের সিরিজে প্রথম থেকেই খেলবেন জো রুট। পুত্র সন্তানের বাবা হওয়ায় এখন খুশির মেজাজে ইংরেজ তারকা রুট।

আরও পড়ুন  পাক ক্রিকেটারদের যাচ্ছেতাইভাবে সমালোচনা করলেন ইয়ান চ্যাপেল

Read More