Home> খেলা
Advertisement

ক্যারিবিয়ান সফরে গিয়ে এখন যেভাবে মজা করছেন কোহলিরা

কঠিন সিরিজের আগে একটু চাপমুক্ত হওয়া। কঠোর পরিশ্রমের মাঝে একটু হারিয়ে যাওয়া। ক্যারিবিয়ান সফরে গিয়ে ভারতীয় ক্রিকেটাররা একদিকে পরিশ্রমী, অন্যদিকে, সফরের পুরো মজা নিচ্ছেন। কোচ অনিল কুম্বলের পরিকল্পনায় ভারতীয় দলের ক্রিকেটাররা ওয়াটার স্পোর্টসে মাতলেন। এতে একদিকে রিলাক্স হওয়া যাবে, অন্যদিকে শারীরিক কসরত হয়ে যাবে। সঙ্গে টিম স্পিরিট বাড়ানোটাও উপরি পাওনা।

ক্যারিবিয়ান সফরে গিয়ে এখন যেভাবে মজা করছেন কোহলিরা

ওয়েব ডেস্ক: কঠিন সিরিজের আগে একটু চাপমুক্ত হওয়া। কঠোর পরিশ্রমের মাঝে একটু হারিয়ে যাওয়া। ক্যারিবিয়ান সফরে গিয়ে ভারতীয় ক্রিকেটাররা একদিকে পরিশ্রমী, অন্যদিকে, সফরের পুরো মজা নিচ্ছেন। কোচ অনিল কুম্বলের পরিকল্পনায় ভারতীয় দলের ক্রিকেটাররা ওয়াটার স্পোর্টসে মাতলেন। এতে একদিকে রিলাক্স হওয়া যাবে, অন্যদিকে শারীরিক কসরত হয়ে যাবে। সঙ্গে টিম স্পিরিট বাড়ানোটাও উপরি পাওনা।

আরও পড়ুন- এই সিরিজের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি

fallbacks

ঐক্যবদ্ধ টিম ইন্ডিয়ার ছবি ধরা পড়ল এক ক্যারিবিয়ান দ্বীপে। যেখানে কোচ কুম্বলে সাঁতার কাটতে কাটতে মিশে যাচ্ছেন লোকেশ রাহুলের সঙ্গে। হরভজন আবার সহকারী কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে ইয়ার্কি করছেন। জলে নেমে রোহিত শর্মাকে সবচেয়ে বেশি ছটফট করতে দেখা গেল।

পড়ুন-রাতারাতি জনপ্রিয় এই পর্নস্টার, কিন্তু কেন?

fallbacks

আগামিকাল থেকে বেস্টারে প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সভাপতি একাদশের বিরুদ্ধে নামছে ভারত। ২১ জুলাই থেকে শুরু প্রথম টেস্ট।

আরও পড়ুন- বলিউডের এই গায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

fallbacks

Read More