Home> খেলা
Advertisement

জানেন ২০১৯ বিশ্বকাপ নিয়ে কী বললেন অক্ষর প্যাটেল?

জানেন ২০১৯ বিশ্বকাপ নিয়ে কী বললেন অক্ষর প্যাটেল?

ওয়েব ডেস্ক: ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দাপটে জিতেছে ভারত। বিরাট কোহলির দল শ্রীলঙ্কাকে হারিয়েছে ৯ উইকেটে। প্রায় সাত মাস বাদে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ফিরেই দুরন্ত পারফরম্যান্স অক্ষর প্যাটেলের। ১০ ওভার বল করে ৩৪ রান দিয়ে তিনটে উইকেট পেয়েছেন তিনি। ম্যাচের পর ভারতীয় দলের পেসার যশপ্রীত বুমরাহ সাক্ষাত্কার নেন অক্ষর প্যাটেলের। বুমরাহ, অক্ষরকে জিজ্ঞেস করেন, এতদিন পর দলে ফিরতে পেরে কেমন লাগছে? জবাবে অক্ষর বলেন, 'ভারতীয় দলে ফেরার বিষয়ে, বিশেষ কোনও চিন্তা ছিল না। জানতাম, কোনও একদিন দলে ফিরবই। আর আগে যেভাবে পারফর্ম করেছি, সেভাবেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।'

আরও পড়ুন বহুদিন পর ভারতীয় সঙ্গীকে নিয়ে টেনিস সার্কিটে নামতে চলেছেন লিয়েন্ডার

বুমরাহ জিজ্ঞেস করেন, তখন আর এখন, এই সময়ের ভারতীয় দলে কোনও পরিবর্তন লক্ষ্য করছো? এর উত্তরে অক্ষর প্যাটেল বলেন, 'দলে এক ঝাঁক তরুণ ক্রিকেটার। দলের গড় বয়স ২৬ থেকে ২৭ বছর। তাই সবাই, সবার সঙ্গটা খুবই উপভোগ করে। আমার তো মনে হয়, এই ভারতীয় দলটা ২০১৯ বিশ্বকাপ জিতবে।'

আরও পড়ুন  লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে হারিয়ে নাটকীয় জয় পেল চেলসি

 

Read More