Home> খেলা
Advertisement

আজ বিশ্বকাপের নক আউট পর্বে নামছে ফুটবলের ৪ 'শক্তিশালী' দেশ

আজ বিশ্বকাপের নক আউট পর্বে নামছে ফুটবলের ৪ 'শক্তিশালী' দেশ

নিজস্ব প্রতিবেদন : অনূর্ধ্ব- ১৭ ফুটবল বিশ্বকাপে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে নক আউট পর্বের খেলা। গ্রুপ পর্যায়ের খেলা শেষ হয়ে গিয়েছিল আগেই। আজ থেকেই প্রতিযোগিতায় এক ম্যাচ হারলেই বিদায় নিতে হবে দলগুলোকে। আজ দুটো ম্যাচ রয়েছে। দুটো খেলাই হবে নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। বিকেল পাঁচটায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাতিন আমেরিকা এবং ইউরোপের দুই দেশ কলম্বিয়া ও জার্মানি। দুটো দলই নিজেদের গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে শেষ করেই নক আউট পর্বে উঠেছে। কলম্বিয়া গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে শেষ করেছিল এবং জার্মানি গ্রুপ সি থেকে দ্বিতীয় স্থানে থেকেই উঠেছে শেষ ১৬-তে। প্রসঙ্গত, জার্মানির সিনিয়র দল ফুটবল বিশ্বকাপে যতই সফল হোক, তাদের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল কিন্তু কোনওদিন বিশ্বকাপ জেতেনি।  

আরও পড়ুন ধোনি আর জিভার একসঙ্গে লাড্ডু খাওয়ার ভিডিও দেখুন

দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত আটটায়। এই ম্যাচে লড়াই দুই আমেরিকা মহাদেশের। একদিকে প্রতিযোগিতায় চমকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে লাতিন আমেরিকার প্যারাগুয়ে। যারা কিনা বি গ্রুপ থেকে তিন ম্যাচ খেলে, তিনটেতেই জিতে শেষ ১৬-য় উঠেছে। এই লড়াইয়ে খানিকটা পিছিয়ে থেকেই শুরু করবে আমেরিকা।

আরও পড়ুন  বাংলাদেশের মাটিতে হকি মাঠে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

Read More