নিজস্ব প্রতিবেদন: অপ্রতিরোধ্য মণিকা ব্রাত্রাকে (Manika Batra) থামতে হলো তৃতীয় রাউন্ডে এসে। অজি প্রতিপক্ষ সোফিয়া পলকানোভা ৪-০ হারিয়ে দিলেন দেশের স্টার প্যাডলারকে। বিশ্বের ১৭ নম্বর পলকানোভার পক্ষে ফল ১১-৮, ১১-২, ১১-৫ ও ১১-৬। সোমবার ৩০ মিনিটের কম সময়ের মধ্যে মণিকাকে ধরাশায়ী করেছেন পলকানোভা।
#TeamIndia | #Tokyo2020 | #TableTennis
(@WeAreTeamIndia) July 26, 2021
Women's Singles Round 3 Results
Paddler Manika Batra goes down against World No. 17 Austrian Sofia Polcanova! Great effort @manikabatra_TT We'll be back Faster, Higher, #StrongerTogether #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/4R0zsJQ0ga
আরও পড়ুন: Tokyo Olympics 2020: স্বপ্ন দেখাচ্ছেন Sharath Kamal, পৌঁছে গেলেন তৃতীয় রাউন্ডে
এবারের মতো টোকিও অলিম্পিক্সে মণিকার সিঙ্গলস অভিযানও শেষ হলো। এদিন সকালে বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়কেও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে পর্তুগালের ফু ইউ-র বিরুদ্ধে হেরে। এখন দেশবাসীর আশা শুধু মাত্র শরথ কমলের ওপর। এদিন পর্তুগালের টিয়াগো অ্যাপোলোনিয়াকে হারিয়ে তৃতীয় রাউন্ডে গিয়েছেন শরথ। দেখা যাক শরথ কী করতে পারেন তৃতীয় রাউন্ডে!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)