Home> খেলা
Advertisement

Tokyo 2020: ব্যাডমিন্টন সেমিফাইনালে PV Sindhu-র হার, কাল লড়বেন ব্রোঞ্জের জন্য

বিশ্বের এক নম্বরের কাছে হেরে সোনার সুযোগ হাতছাড়া করলেন ভারতের রুপোর মেয়ে।

Tokyo 2020: ব্যাডমিন্টন সেমিফাইনালে PV Sindhu-র হার, কাল লড়বেন ব্রোঞ্জের জন্য

নিজস্ব প্রতিবেদন: শুরুটা ভালই করেছিলেন, তবে শেষটায় একটু লক্ষ্যভ্রষ্ট হলেন। আর তাতেই অলিম্পিক্সের ফাইনালে পৌঁছনোর পথ হারালেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু (PV Sindhu)। Tokyo Olympics 2020-র মঞ্চে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা চাইনিজ তাইপেইয়ের Tai Tzu Ying-র কাছে পরাজিত হলেন সিন্ধু (PV Sindhu)। খেলার ফলাফল 12-21 এবং 18-21। রবিবার ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে খেলতে নামবেন সিন্ধু (PV Sindhu)। 

এর আগে ১৮বার মুখোমুখি হয়েছেন PV Sindhu এবং Tai Tzu Ying। যার মধ্যে মাত্র পাঁচ বার জয় পেয়েছেন সিন্ধু। ১৩ বার জিতেছেন Tai Tzu Ying। শুক্রবার জাপানের আকানে ইয়ামাগুচিকে ২১-১৩, ২২-২০ হারান সিন্ধু। ওঠেন শেষ চারে। এরপরই PV Sindhu-র সোনা জয়ের স্বপ্নে বুক বাঁধতে শুরু করে গোটা ভারত। তবে সেই স্বপ্ন ভঙ্গ হল। রবিবার সিন্ধু ব্রোঞ্জ পদক পেলেও একটা ইতিহাস গড়বেন সিন্ধু। দ্বিতীয় ভারতীয় খেলোয়ার হিসেবে অলিম্পিক্সে ব্যক্তিগত ভাবে ২টি পদক থাকবে তাঁর দখলে। এর আগে একমাত্র বক্সার সুশীল কুমার এই নজির গড়েছেন। ২০০৮ এবং ২০১২-র অলিম্পিক্সে যথাক্রমে ব্রোঞ্জ ও রুপোর পদক পেয়েছিলেন তিনি। 

Read More