নিজস্ব প্রতিবেদন: Tokyo Paralympics 2020- মঞ্চে ফের পদক জয় ভারতের। হাইজাম্পে রুপো পদক জিতলেন প্রবীণ কুমার (Praveen Kumar)। একই সঙ্গে গড়লেন এশিয়ান রেকর্ড। এই নিয়ে এবারের প্যারালিম্পিক্সে ১১টি পদক জিতল ভারত।
Paralympics রুপো জয়ী প্রবীণ কুমারকে (Praveen Kumar) অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ট্যুইটে মোদী লিখেছেন, "প্যারালিম্পিক্সে রুপো জয়ী প্রবীণ কুমারের জন্য আমরা গর্বিত। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফলেই তিনি এই জয় পেয়েছেন। তাঁকে অভিনন্দন। আগামীর জন্য শুভেচ্ছা।’
Proud of Praveen Kumar for winning the Silver medal at the #Paralympics This medal is the result of his hard work and unparalleled dedication. Congratulations to him. Best wishes for his future endeavours. #Praise4Para
— Narendra Modi (@narendramodi) September 3, 2021
Tokyo Paralympics: Praveen Kumar wins silver in high jump (T64 event), scripts Asian Record
— ANI Digital (@ani_digital) September 3, 2021
Read @ANI Story | https://t.co/SbAVIcSjEd#TokyoParalympics #SilverMedal pic.twitter.com/tIQpBXLL36
ফাইনালে ২.০৭ মিটার লাফিয়ে রুপো জয় করলেন প্রবীণ (Praveen Kumar)। ২.১০ মিটার লাফিয়ে সোনা জেতেন গ্রেট ব্রিটেনের জোনাথন ব্রুম-এডওয়ার্ডস। ২০.৪ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জেতেন পোল্যান্ডের ম্যাসিয়েজ লেপিয়াতো। এখনও পর্যন্ত প্যারালিম্পিক্সে দু’টি সোনা, ৬টি রুপো ও তিনটি ব্রোঞ্জ পেয়েছে ভারত।