নিজস্ব প্রতিবেদন : ধারাবাহিকতার অভাব ছিল। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। সমালোচকদের তিরে বিদ্ধ হচ্ছিলেন জার্মান তারকা টনি ক্রুস। বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হার সেই আগুনে ঘি ঢেলে দিয়েছিল। সুইডেনের বিরুদ্ধে গোল করে বিশ্বকাপে জার্মানিকে লাইফলাইন এনে দিয়ে সব সমালোচনার জবাব দিলেন তিনি।
আরও পড়ুন- হ্যারি কেনের হ্যাটট্রিক, পানামাকে উড়িয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড
শনিবার সুইডেনের বিরুদ্ধে ৯৫ মিনিটে টনি ক্রুসের গোল। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা জার্মানিকে বাঁচিয়ে দিলেন। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার মনে করেন তাঁর গোলটি হতাশ করেছে সমালোচকদের।
When you bag a stoppage-time stunner at the #WorldCup @ToniKroos
— FIFA World Cup (@FIFAWorldCup) June 23, 2018
TV listings https://t.co/xliHcxWvEO
Highlights https://t.co/LOdKDX2Cwn pic.twitter.com/3WEnY29nGz
ম্যাচ শেষে সমালোচকদের একহাত নিয়ে তিনি বলেন, "আমার মনে হয়েছিল, জার্মানি ছিটকে গেলে আমাদের দেশেই অনেকে খুশি হতেন।কিন্তু আমরা এটা তাদের জন্য এত সহজ হতে দিচ্ছি না। আমাদের সহজে রাস্তায় ফেলে দেওয়া যাবে না।" গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারালেই শেষ ষোলোয় পৌঁছে যাবে মুলাররা।