স্বরূপ দত্ত
আপনি খুবই ফুটবল পাগল মানুষ? দেশের ক্লাব ফুটবল থেকে বিদেশের ক্লাব ফুটবল, কিছুই আপনি বাকি রাখেন না? তাহলে তো এটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে, ফুটবল খেলাটায় অনেক পরিবর্তন তো এসেছেই। কিন্তু তার মধ্যে অন্যতম বড় পরিবর্তন, ফুটবলটা এখন অনেক বেশি গতির হয়ে গিয়েছে। তা এই গতির খেলায় আপনার কি জানা আছে, এই মুহূর্তে পৃথিবীর সবথেকে দ্রুতগতির ফুটবলার কে? এক কাজ করুন, আপনাকে এই মুহূর্তে প্রথম ১০ দ্রুত গতির ফুটবলারের তালিকাই বরং দিয়ে দিই। এঁদের মধ্যে স্টার্লিং ইতিমধ্যে এই ইউরোর সবথেকে দ্রুতগতির ফুটবলার।
১) অ্যন্টোনিও ভ্যালেন্সিয়া (ম্যাঞে্চস্টার ইউনাইটেড) – ৩৫.২ কিমি/প্রতি ঘণ্টায়
২) রহিম স্টার্লিং (ম্যাঞ্চেস্টার সিটি) – ৩৫.১ কিমি/প্রতি ঘণ্টায়
৩) গ্যারেথ বেল (রিয়েল মাদ্রিদ) – ৩৪.৭ কিমি/প্রতি ঘণ্টায়
৪) থিও ওয়ালকট (আর্সেনাল) – ৩৪.৩ কিমি/প্রতি ঘণ্টায়
৫) আরেন রবেন (বায়ার্ন মিউনিখ) – ৩৩.৯ কিমি/প্রতি ঘণ্টায়
৬) অ্যারন লেনন (এভার্টন) – ৩৩.৮ কিমি/প্রতি ঘণ্টায়
৭) ক্রিস্টিয়ানো রোনাল্ডো (রিয়েল মাদ্রিদ) – ৩৩.৬ কিমি/প্রতি ঘণ্টায়
৮) গ্যাব্রিয়েল আবনলাহোর (অ্যাস্টনভিলা) – ৩৩.৩ কিমি/প্রতি ঘণ্টায়
৯) রস বার্কলে (এভার্টন) – ৩২.৮ কিমি/প্রতি ঘণ্টায়
১০) লিওনেল মেসি (বার্সেলোনা) – ৩২.৫ কিমি/প্রতি ঘণ্টায়