Home> খেলা
Advertisement

Sachin Tendulkar And Brian Lara: লন্ডনের রাস্তায় দুই পুরনো বন্ধু, তারপর কী হল.....?

এই মুহূর্তে দুই মহাতারকা ছুটির মেজাজে রয়েছেন। কয়েক দিন আগে স্ত্রী অঞ্জলি ও কন্যা সারা-কে নিয়ে মাসাইমারা-র জঙ্গলে ঘুরে এসেছেন সচিন। এবার তাঁকে লারা-র সঙ্গে দেখা গেল। 

Sachin Tendulkar And Brian Lara: লন্ডনের রাস্তায় দুই পুরনো বন্ধু, তারপর কী হল.....?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁদের শ্রেষ্ঠত্বের লড়াই ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছে। কে বিশ্বের সেরা ব্যাটার? সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) না ব্রায়ান লারা (Brian Lara)? সেটা নিয়ে বিতর্ক এক সময় যে কোনও ক্রিকেটাড্ডায় ঝড় তুলত। সেই 'গড অফ ক্রিকেট' অবশ্য বরাবর 'ক্রিকেটের রাজপুত্র'-এর প্রশংসায় পঞ্চমুখ থেকেছেন। ত্রিনিদাদের লিভিং লেজেন্ডও ঠিক তেমন ভাবেই 'লিটল মাস্টার'-কে নিয়ে বরাবর মুগ্ধ।

অবসরের পরেও মাঠের বাইরে তাঁদের বন্ধুত্বে চিড় ধরেনি। সেটা ফের একবার প্রমাণ করে দিলেন সচিন। এবার দুই প্রবাদপ্রতিমকে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা গেল। বুধবার অর্থাৎ ২৮ জুন, সোশ্যাল মিডিয়ায় লারার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সচিন। ক্যাপশনে লিখেছেন, 'একজন দুরন্ত গলফারের সঙ্গে সময় কাটাচ্ছি।' 

এই মুহূর্তে দুই মহাতারকা ছুটির মেজাজে রয়েছেন। কয়েক দিন আগে স্ত্রী অঞ্জলি ও কন্যা সারা-কে নিয়ে মাসাইমারা-র জঙ্গলে ঘুরে এসেছেন সচিন। এবার তাঁকে লারা-র সঙ্গে দেখা গেল।

আরও পড়ুন: Jasprit Bumrah: প্রতিদিন সাত ওভার বোলিং করে বুমরা কি বিশ্বকাপ খেলতে পারবেন? দেখে নিন চোটের টাইমলাইন

আরও পড়ুন: Jonny Bairstow, The Ashes 2023: প্রতিবাদকারীকে চ্যাংদোলা করে মাঠের বাইরে পাঠালেন 'বাহুবলী' বেয়ারস্টো! হেসে লুটোপুটি খেলেন অশ্বিন

গত ২৪ এপ্রিল সচিন তাঁর ৫০তম জন্মদিন সেলিব্রেট করেছিলেন। পাশাপাশি সেদিনই সিডনিতে লারার করা ২৭৭ রানের ইনিংসের ৩০ বছর পূর্ণ হয়েছিল। সেটাই ছিল তার টেস্ট ক্রিকেটে করা প্রথম শতরান। যে কারণে এই বিশেষ দিনকে সেলিব্রেট করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনিতে এর আগে ডোনাল্ড ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন ও আর্থার মরিসের নামে গেট রয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছিলেন সচিন ও লারা। 

সিডনিতে চারটি টেস্টে খেলেছেন লারা। ৩৮৪ রান করেছেন তিনি। সর্বাধিক রান ২৭৭। অন্য দিকে পাঁচটি টেস্টে খেলে সিডনিতে ৭৮৫ রান করেছেন সচিন। এই গ্রাউন্ডে তাঁর গড় ১৫৭। সর্বাধিক রান অপরাজিত ২৪১।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

Read More