Home> খেলা
Advertisement

Tymal Mills Joins OnlyFans: বিরাট-রোহিতদের সঙ্গে চুটিয়ে খেলেছেন, আন্তর্জাতিক তারকা বেছে নিলেন 'অনলি ফ্যানস'!

Tymal Mills Joins OnlyFans: বিরাট-রোহিতদের সঙ্গে চুটিয়ে খেলেছেন তিনি। আর এবার প্রাক্তন আন্তর্জাতিক তারকা বেছে নিলেন 'অনলি ফ্যানস'!  

Tymal Mills Joins OnlyFans: বিরাট-রোহিতদের সঙ্গে চুটিয়ে খেলেছেন, আন্তর্জাতিক তারকা বেছে নিলেন 'অনলি ফ্যানস'!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৬ সালে তাঁর আন্তর্জাতিক অভিষেক। ৯ বছরের কেরিয়ারে ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন ১৬টি টি২০। ৩২ বছরের ক্রিকেটার পরিচিত ছিলেন তাঁর গতির জন্য। তবে চোট-আঘাতের কারণে কেরিয়ার দীর্ঘায়িত হয়নি টাইমাল মিলসের (Tymal Mills)। বহু বছরই খবরে ছিলেন না তিনি। 

এবার খবরে তিনি। প্রাক্তন আন্তর্জাতিক তারকা বেছে নিলেন 'অনলি ফ্যানস' (OnlyFans)! যে খবরে প্রায় সকলেই আঁতকে উঠেছেন। 'অনলি ফ্যানস' হচ্ছে লন্ডনের ইন্টারনেট কনটেন্ট সাবস্ক্রিপশন সার্ভিস। যেখানে টাকা খরচ করেই সাবস্ক্রাইবারদের পছন্দের কনটেন্ট ক্রিয়েটরকে দেখতে হয়। মূলত অ্যাডাল্ট কন্টেন্টেরই রমরমা সেখানে...

আরও পড়ুন: ঘুম থেকে উঠেই 'রোনাল্ডো'র খোঁজ! DSP সিরাজ জানতেন CR7 মন্ত্রেই সম্ভব ইংরেজ নিধন...

'অনলি ফ্যানস'-এ টাইমাল মিলস!

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরতে বিরাট কোহলি এবং মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার সঙ্গে খেলেছেন টাইমাল। তিনি 'অনলি ফ্যানস' বেছে নিয়ে, দ্য অ্যাথলেটিককে বলেছেন, 'এটা নিয়ে লুকানোর কিছু নেই যে তারা পর্নের জন্যই বেশি পরিচিত। কিন্তু আমি যা করব তা সেসবের থেকে অনেক দূরে। হাজার শতাংশ স্পষ্ট করে বলতে গেলে, কোনও গ্ল্যামার শট থাকবে না। সম্পূর্ণ ভাবে সেখানে বিশুদ্ধ ক্রিকেট এবং জীবনযাত্রার উপাদান থাকবে। এই মঞ্চ আমার কাছে অজানা। তবে আমি সত্যিই উত্তেজিত।'

'অনলি ফ্যানস' কীভাবে টাইমালকে সাহায্য করবে?

টাইমাল বলেন, 'অনলি ফ্যানসে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের রাস্তা রয়েছে। খেলোয়াড়রা খেলার আগে এবং পরে মিডিয়াতে কথা বলেন, তবে তা সাধারণ জিনিস। আমি এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আমার চিন্তাভাবনার সম্পর্কে কথা বলতে পারি এবং একজন ক্রিকেটার হিসেবে জীবনের ভালো-মন্দ চিত্রিত করার জন্য ফুটেজ এবং ছবি ব্যবহার করতে পারি। 

টাইমাল বলেন যে, তাঁর চ্যানেল সাবস্ক্রাইব করা যাবে বিনামূল্যে। তবে কিছু নির্দিষ্ট কন্টেন্টের জন্য অর্থ দিতে হবে। মিলস বর্তমানে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে খেলছেন।

আরও পড়ুন: শাহরুখের ঘরে ঢুকে শিকার গোয়েঙ্কার! কলকাতার 'বেস্ট'কেই অপহরণ লখনউয়ের, কেকেআরে পরপর ভাঙন...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More