Home> খেলা
Advertisement

U19 World Cup, INDU19vsENGU19: রাজের পাঁচ উইকেট, বল হাতে রবি উদয়, ১৮৯ রানে শেষ ইংল্যান্ড

ভারতের দুরন্ত বোলিং। চাপে ইংল্যান্ড। 

U19 World Cup, INDU19vsENGU19: রাজের পাঁচ উইকেট, বল হাতে রবি উদয়, ১৮৯ রানে শেষ ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদন: অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের বাইশ গজে কোর্টনি ওয়ালস, কার্টলি অ্যামব্রোসকে মনে করালেন দুই তরুণ রাজা বাওয়া ও রবি কুমার। ফাইনালের মঞ্চে রাজ নিলেন ৩১ রানে ৫ উইকেট। রবিও পিছিয়ে ছিলেন না। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত আগুন ঝরিয়ে নিলেন ৩৪ রানে ৪ উইকেট। এই দুজনের আগুনে পেসের দাপটে ১৮৯ রানে গুটিয়ে গেল গেল সাহেবরা।

তবে হাল ছাড়েননি চারে ব্যাট করতে নামা জেমস রিউ। চাপের মুখে পালটা আক্রমণ চালিয়ে এই তরুণের ব্যাট থেকে এল দুরন্ত ৯৫ রান। ফলে মেগা ফাইনালে ভারতের সামনে টার্গেট দাঁড়াল ১৯০ রান।

fallbacks

শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই ধাক্কা খান ইংরেজরা। জেকব বেথেলকে আউট করেন রবি কুমার। নিজের দ্বিতীয় ওভারে ফের আঘাত হানলেন বাংলার এই বাঁহাতি জোরে বোলার। ফিরিয়ে দেন বিপক্ষের অধিনায়ক টম প্রিস্টকে। ইংল্যান্ড তখন ১৮ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে।

আরও পড়ুন: ICC U19 World Cup, INDU19vsENGU19 : মহা ফাইনালের আগে যুব দলকে শুভেচ্ছা জানালেন Sachin, Kohli, Rohit

আরও পড়ুন: ICC U19 World Cup, INDU19vsENGU19 : ফাইনালের আগে Kohli-র ‘বিরাট’ বার্তায় বেড়েছে আত্মবিশ্বাস, জানালেন Yash Dhull

এরপর ইনিংসের হাল ধরেন র্জজ থমাস। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি প্রতিরোধ। লাগাতার ডট বলের চাপে বড় শট খেলতে যান ইংরেজ থমাস। রাজ বাওয়ার বলে যশ ধুলকে ক্যাচ দিয়ে ২৭ রানে আউট হয়ে যান র্জজ থমাস। ব্যাকফুটে চলে যাওয়া ইংল্যান্ডের সমস্যা অবশ্য এখানেই শেষ হয়নি। ১৩তম ওভারের শেষ দুই বলে ফের ধাক্কা দেন রাজ। ফলে ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড।

fallbacks

বিশেষ করে ১২.৫ ওভারে ইংরেজ ব্যাটার জর্জ লাক্সটনকে আউট করার পর সবার প্রশংসা আদায় করেছেন রাজ। ক্রিজে আসেন বেল। প্রথম বলটাই এমন করেন বাওয়া, যে বলে উইকেট লেখা ছিল। শর্ট বল করেন বাওয়া। বেলের হেলমেটের গ্রিলের দিকে বল ধেয়ে আসে। কিছুটা লাফিয়েও প্রায় মাথার কাছে উচ্চতায় ইংরেজ খেলোয়াড়ের ব্যাটে বল লাগে। উইকেটের পিছনে সহজ ক্যাচ নেন দীনেশ বানা। বাওয়ার সেই বলে রীতিমতো মুগ্ধ হয়ে যান ধারাভাষ্যকাররাও।

fallbacks

তবে ৯১ রানে ৭ উইকেট হারালেও হাল ছেড়ে দেননি বাঁহাতি জেমস রিউ। জেমস সেলসকে সঙ্গে নিয়ে অষ্ঠম উইকেটে যোগ করেন ৯৩ রান যোগ করলেন।

কিন্তু রবির হাতে বল তুলে দেওয়ার পরেই ম্যাচে ফিরে এল ভারত। ফর্মের তুঙ্গে থাকা জেমস রিউকে আউট করতেই ইংল্যান্ডের বাকি তিন উইকেট চোখের নিমেশে চলে গেল। ফলে পঞ্চমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার জন্য ভারতের লক্ষ্য দাঁড়াল ১৯০ রান।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

Read More