Home> খেলা
Advertisement

Euro Cup 2020: সাংবাদিক সম্মেলনে স্পনসর আইটেম সরালে খেলোয়াড়দের জরিমানা করতে পারে UEFA

গত সোমবার সাংবাদিক সম্মেলন চলাকালীন জল চেয়ে সামনে থেকে কোকাকোলার দুটো বোতল সরিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Euro Cup 2020: সাংবাদিক সম্মেলনে স্পনসর আইটেম সরালে খেলোয়াড়দের জরিমানা করতে পারে UEFA

নিজস্ব প্রতিবেদন: এবার সাংবাদিক সম্মেলন চলাকালীন স্পনসর আইটেম সরানো নিয়ে খেলোয়াড়দের সতর্ক করল ইউইএফএ (UEFA)। এক্ষেত্রে তাঁদের জরিমানা পর্যন্ত করা হতে পারে বলে জানায় সংস্থা। গত সোমবার সাংবাদিক সম্মেলন চলাকালীন জল চেয়ে সামনে থেকে কোকা কোলার দুটো বোতল সরিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo)। এরপর একই কাজ করেন ফ্রান্সের মিডফিল্ডার পল পোগবা (Paul Pogba)। এর ফলে তাদের ব্যবসায় প্রভাব পড়ছে বলে জানায় স্পনসর সংস্থাগুলি। 

এক বিবৃতিতে UEFA জানায়,'প্রত্যেকটি অংশগ্রহণকারী টিমকে জানান হচ্ছে যে পার্টনারশিপ ও স্পনসর ফুটবল টুর্নামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ। ইউরোপ জুড়ে ফুটবল টুর্নামেন্টের বিকাশে ওঁদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।' প্রত্যেক খেলোয়াড় স্পনসরশিপসহ টুর্নামেন্টের সমস্ত নিয়ম মেনে চলতে বাধ্য, সংস্থার তরফে সাফ জানান হয় সে কথা।

আরও পড়ুন: চুক্তি-জটে বিপাকে East Bengal, নভেম্বরে শুরু হচ্ছে ISL

UEFA আরও জানায়, 'আমাদের তরফে খেলোয়াড়দের সরাসরি কোনও জরিমানা না করা হলেও অংশগ্রহণকারী ফেডারেশনকে (National Association) জরিমানা করা হবে। কারণ আমাদের চুক্তি ফেডারেশনের সঙ্গে। খেলোয়াড়দের সঙ্গে নয়। আমরা আমাদের তরফে কেবল সতর্ক করলাম মাত্র।'

আরও পড়ুন: WTC Final 2021: সুযোগ পেলেন না ঋদ্ধিমান, কারা থাকছেন প্রথম একাদশে? ঘোষণা BCCI-র

Read More