Home> খেলা
Advertisement

ঘণ্টায় ১৭৫ কিমি! বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন ১৭ বছরের এই বোলার

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে সর্বোচ্চ গতির বলটি করেছিলেন পাকিস্তানের পেসার শোয়েব আখতার।

ঘণ্টায় ১৭৫ কিমি! বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন ১৭ বছরের এই বোলার

নিজস্ব প্রতিবেদন: ঘণ্টায় ১৭৫ কিলোমিটার গতিতে বল! না, কোনও পাড়ার টুর্নামেন্টে নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এই গতিতে বল করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ১৭ বছরের এই বোলারটি। রবিবার এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এই গতিতে বল করে বিশ্বরেকর্ড গড়লেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা।

রবিবার ব্লুমফেন্টনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে ৯০ রানে হেরেছে শ্রীলঙ্কা দল। কিন্তু এই ম্যাচেই তাক লাগিয়ে দিয়েছেন ১৭ বছরের পেসার মাথিশা। ম্যাচের চতুর্থ ওভারে ভারতের যশস্বী জসওয়ালকে একটি বলে করেন মাথিশা পাথিরানা। যদিও সেটি ওয়াইড বল হয়েছে। কিন্তু দেখে গিয়েছে সেই বলের গতি ১০৮ মাইল/ঘণ্টা অর্থাত্, ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সব স্তরের আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে রেকর্ড হওয়া এই বলটির গতির ধারে কাছে আর কোনও বল কেউ কখনও করেননি।

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে সর্বোচ্চ গতির বলটি করেছিলেন পাকিস্তানের পেসার শোয়েব আখতার। যেটির গতি ছিল ১৬১.৩ কিমি / ঘণ্টা। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে যে বলটি করেছিলেন তিনি।

আরও পড়ুন - মোহনবাগানকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য: সঞ্জীব গোয়েঙ্কা

Read More