Home> খেলা
Advertisement

কোচ বদল করবেন সিন্ধু?

গোপী কি সিন্ধুর এই দুর্বলতা ধরতে পারছেন না? না কি বিমল চাইছেন সিন্ধু তার কাছে এসে টেকনিক শুধরে নিন? তা নিয়ে বেশ ধন্দে ক্রীড়ামহল।

কোচ বদল করবেন সিন্ধু?

 

 

নিজস্ব প্রতিবেদন: গুরু গোপীচাঁদের কাছে বিশেষ সুবিধা হচ্ছিল না বলে বিমল কুমারের দ্বারস্থ হয়েছিলেন সাইনা নেহওয়াল। কিন্তু বিমল কুমারের কোচিংয়ে তেমন পারফরম্যান্স করতে না পারায় ফের গোপীর কাছেই ফিরে এসেছেন সাইনা। সাইনার পর এবার গোপীর আর এক ছাত্রী পিভি সিন্ধুর দিকেও কি হাত বাড়াচ্ছেন বিমল? জল্পনা তুঙ্গে। 

আরও পড়ুন- কোচির ফুটবল মাঠ থেকে সরল ক্রিকেট!

সম্প্রতি অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সিন্ধুর বিদায়ের পর বিমলের মন্তব্য জল্পনা বাড়িয়েছে। বিমল মনে করছেন সিন্ধুর খেলা ধরে ফেলেছে প্রতিপক্ষরা। তাই বড় আসরে সাফল্য পেতে গেলে খেলার ধরন বদলাতে হবে সিন্ধুকে। প্রশ্ন হল গোপী কি সিন্ধুর এই দুর্বলতা ধরতে পারছেন না? না কি বিমল চাইছেন সিন্ধু তার কাছে এসে টেকনিক শুধরে নিন? তা নিয়ে বেশ ধন্দে ক্রীড়ামহল।

আরও পড়ুন- আইপিএল উদ্বোধনীতে থাকছেন না বিরাট সহ আরও ৫ অধিনায়ক

Read More