Home> খেলা
Advertisement

Allu Arjun-এর Pushpa জ্বরে কাবু Rashid Khan-David Warner, খুনসুটি চলছেই

পুষ্পা জ্বরে আক্রান্ত ক্রিকেট দুনিয়া।

Allu Arjun-এর Pushpa জ্বরে কাবু Rashid Khan-David Warner, খুনসুটি চলছেই

নিজস্ব প্রতিবেদন: আল্লু অর্জুনের সুপারহিট ছবি পুষ্পার উন্মাদনা মাথা চাড়া দিয়ে উঠছে। ভক্তদের মতো সব ক্রিকেটারকেও আল্লু অর্জুনের ট্রেডমার্ক স্টাইলকে নকল করছেন। এ বার পুষ্পার ফ্যানের তালিকায় যুক্ত হল নতুন নাম। আল্লুর সেই বিখ্যাত ডায়ালগ নকল করতে দেখা গেল রশিদ খানকে। ‘ম্যায় ঝুকুঙ্গা নেহি' ডায়ালগ  একটি রিল তৈরি করেন রশিদ খান। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিও কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: IPL Auction 2022: আইডল MS Dhoni-র পেপটক পেলেন ভুটানের Mikyo Dorji, ভিডিওটি দেখুন

আরও পড়ুন: স্ত্রী Sanjana Ganesan-এর সঙ্গে বিন্দাস মেজাজে ছুটি কাটাচ্ছেন Jasprit Bumrah, দেখুন ছবি

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashid Khan (@rashid.khan19)

 

 

 

ভিডিওটি পোস্ট করে রশিদ খান ক্যাপশনে লিখেছেন, ‘এখন আমার পালা।’ রশিদ খানের এই পোস্টে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার রশিদের পোস্টে মন্তব্য করে লিখেছেন, ‘হাহা আমাকে কপি করা বন্ধ কর।’ তবে রশিদের আগে ওয়ার্নার, সুরেশ রায়না, হার্দিক পান্ডিয়াকেও পুষ্পার ডায়লগ বলতে দেখা গিয়েছে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

Read More