Home> খেলা
Advertisement

আগে আগে অনুষ্কা, পিছে পিছে কোহলি! ছবি ভাইরাল

'বিরুষ্কা শো' শুরু হতে আর কিছু মুহূর্তই বাকি। এর মধ্যেই নবদম্পতির নতুন ছবি টুইটারে আসতেই সরগরম জনতা। এককথায়, ট্রেলরই হিট। 'পিকচার' কিন্তু 'বাকি হ্যায়'। 

আগে আগে অনুষ্কা, পিছে পিছে কোহলি! ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের পাঁচতারা হোটেলে গালা নাইট সবে শুরুই হয়েছে, ফের দাবানল সোশ্যাল মিডিয়ায়। দেওয়ালে দেওয়ালে ফের উঁকি দিচ্ছেন 'কাপল অব দ্য ইয়ার'। ক্রিকেটের পোস্টার বয় বিরাট একেবারে 'জোরু কা গোলাম'। গাড়ি থেকে নেমে হনহন করে হেটে এগিয়ে যাছেন নববধূ অনুষ্কা শর্মা কোহলি। টুইটারে ছবি প্রকাশ করেতই তা আবারও ভাইরাল। 

আরও পড়ুন- 'না সরলে দল থেকে বাদ দেওয়া হত সচিনকে', বিস্ফোরক সন্দীপ পাতিল

লাস্ট ল্যাপে বিরুষ্কা শো। মুম্বইয়ের ১৬ মহলা হোটেলে কিছুক্ষণের মধ্যেই হাজির হতে চলেছে গোটা বলিউড। বচ্চন, কাপুর থেকে খান, বি-টাউনের সব নামই আজ মিশে যাবে 'বিরুষ্কা জোয়ারে'। সামিল হবে ক্রিকেটও। সুরেশ রায়না, শিখর ধাওয়ান সপরিবারে হাজির ছিলেন দিল্লিতে বিরাট-অনুষ্কার আনুষ্ঠানিক রিসেপশনে। আজ বিরাট-অনুষ্কার দ্বিতীয় রিসেপশনে হাজির থাকার কথা সচিন, সৌরভ, ধোনি সহ 'মেন ইন ব্লু'র। 

আরও পড়ুন- মুম্বইতে কোথায় হচ্ছে বিরাট-অনুষ্কার গ্র্যান্ড রিসেপশন, জেনে নিন

'বিরুষ্কা শো' শুরু হতে আর কিছু মুহূর্তই বাকি। এর মধ্যেই নবদম্পতির নতুন ছবি টুইটারে আসতেই সরগরম জনতা। এককথায়, ট্রেলরই হিট। 'পিকচার' কিন্তু 'বাকি হ্যায়'। 

Read More